নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনাররগাঁ উপজেলায় ২৪ জনের নমুনা পরিক্ষা করে ২ জনেরর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। শনিবার সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী সোনারগাঁয়ে ২৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে
পৌরসভার আমিনপুর ও সাদিপুর এলাকায় ২জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৯৭ জন, মৃত্যু বরন করেছে ৩৭ ও সুস্থতা লাভ করেছেন- ১১৪৫ জন।
নিম্মে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য নিম্মে দেয়া হলো: ড়সর্বশেষ প্রাপ্ত ২৪ জনের ফলাফল অনুযায়ী ২ জন COVID-19 পজিটিভ ও ২২ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দরপত, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নয়াপুর, সাদীপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. মোঃ বেলাল, ৫০ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
২. আমির আলী, ৩৩ বছর
ইউনিক পাওয়ার প্ল্যান্ট, গঙ্গানগর, পিরোজপুর।
৩. সাব্বির, ২০ বছর
ইউনিক পাওয়ার প্ল্যান্ট, গঙ্গানগর, পিরোজপুর।
৪. মাহাবুব, ২০ বছর
ইউনিক পাওয়ার প্ল্যান্ট, গঙ্গানগর, পিরোজপুর।
৫. শিরীনা, ৪০ বছর
মালিবাগ, বন্দর।
৬. সুমি, ২৫ বছর
প্রেমের বাজার, সনমান্দী।
৭. জুয়েল রানা, ২৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৮. বিষ্ণু রায়, ২৪ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৯. শাহীন, ২২ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১০. খবির আহাম্মেদ, ৩৮ বছর
চর কামালদী, নোয়াগাঁও।
১১. লুৎফর রহমান, ৩১ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
১২. মনির হোসেন, ৪০ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
১৩. পারুল, ৬০ বছর
ইসলামপুর, পিরোজপুর।
১৪. রাশেদা, ৫২ বছর
মুরাদপুর, বন্দর।
১৫. আক্কাস, ৪৯ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
১৬. আব্দুর রউফ, ৪৫ বছর
নোয়াকান্দি, সনমান্দী।
১৭. জুয়েল, ২৬ বছর
নয়াপুর, সাদীপুর।
১৮. জামিল, ২২ বছর
ঝাউচর, পিরোজপুর।
১৯. আবুল হোসেন, ৫৬ বছর
ষোলপাড়া, মোগরাপাড়া।
২০. মিঠুন, ৩২ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
২১. আমির, ৩৩ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
২২. ময়না, ৫০ বছর
ষোলপাড়া, মোগরাপাড়া।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৫ জন সুস্থতা লাভ করেছেন :-
১. মালিহা আক্তার, ২৭ বছর
গোয়ালদী, আমিনপুর।
২. Zhu Hong Xue, ৩২ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
৩. সুমন, ৩৪ বছর
আমগাঁও, সাদীপুর।
৪. রোখসানা আক্তার তিথী, ৩৪ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৫. মোঃ মামুন, ৩৫ বছর
নয়াবাড়ী, কাঁচপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১১৯৭ জন (মৃত্যু-৩৭ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ১১৪৫ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।