নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার পাওয়া তথ্য অনুযায়ী ১৮ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ১২২৩ জন মৃত্যুবরন করেছে ৩৭ জন ও সুস্থ হয়েছেন ১১৭৫ জন।
নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ১৮ জনের ফলাফল অনুযায়ী ২ জন COVID-19 পজিটিভ ও ১৬ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : –
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ইউসুফগঞ্জ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পিরোজপুর, পিরোজপুর।
➖ নেগেটিভের তালিকা : –
১. ফয়সাল, ২১ বছর
প্রেমের বাজার, সনমান্দী।
২. আনোয়ারা, ৪৬ বছর
মদনপুর, বন্দর।
৩. হালিমা, ৩০ বছর
সাহাপুর, আমিনপুর।
৪. শরীফুল ইসলাম, ৪৫ বছর
ঝাউচর, পিরোজপুর।
৫. নবীর হোসেন, ৫৫ বছর
কামতাল, বন্দর।
৬. আব্দুল হাকিম, ৬৫ বছর
সনমান্দী, সনমান্দী।
৭. সাথী, ২২ বছর
আশরাফদী, মোগরাপাড়া।
৮. আজিজুল হক, ৫৫ বছর
বেইলর, সাদীপুর।
৯. ফাতেমা, ২ বছর
বটেরকান্দি, সনমান্দী।
১০. তাসলিমা, ৩৬ বছর
বটেরকান্দি, সনমান্দী।
১১. জাহানারা, ৬৫ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
১২. মোঃ শাহ পরান, ৩২ বছর
রাম গোবিন্দেরগাঁও, শম্ভুপুরা।
১৩. তানিয়া, ২৩ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
১৪. নাসিমা, ৩৫ বছর
মৃধাকান্দি, পিরোজপুর।
১৫. সেলিম, ২৯ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১৬. রুনা, ৩২ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ১২২৫ জন (মৃত্যু-৩৮ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন – ১১৭৫ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।