• রাত ১০:২১ মিনিট বৃহস্পতিবার
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সাদিপুরে আওয়ামীলীগ নেতাকে প্যানেল চেয়ারম্যান বানাতে বিএনপির দৌড়ঝাঁপ সোনারগাঁয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সোনারগাঁয়ে পূজা কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় হাফেজ জামাল উদ্দিনের মৃত্যুতে জামায়াত নেতার শোক ঢাকার গণ-সমাবেশে সোনারগাঁ থানা বিএনপির চমক সোনারগাঁয়ে জামপুরে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় উদ্বোধন সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস সোনারগাঁয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে ৬টি অটোরিক্সা চুরি, গ্যারেজ মালিকের সিনাজুড়ি সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখার গণসংযোগ সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে মসজিদের জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন সোনারগাঁয়ে সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের কড়া হুসেয়ারী অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নোয়াগাঁও ইউপি কার্যালয়ে তালা সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ী থেকে ১১’শ কেজি রড চুরি সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
কাঁচপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

কাঁচপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

বাসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মো. সেন্টু (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম ইপিজেড থেকে বাগেরহাটের শরণখোলাগামী বেপারী পরিবহনে এ ঘটনা ঘটে। পরে বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়৷

নিহত ডাকাত সদস্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কিল্লারপুলের মৃত রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্সের ছেলে।

ওই বাসের যাত্রী চট্টগ্রাম ইপিজেডের পোশাক শ্রমিক রাজু শেখ (৩০) ও মো. মিলন হাওলাদার (৪০) জানান, গতকাল মঙ্গলবার বাড়িতে আসার জন্য তারা বেপারী পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলো। বাসটি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকার মদনপুর এলে গাড়ির সাইড গ্লাস ভেঙে তিন ডাকাত ভেতরে ডোকে।

পরে ডাকাতরা গাড়ির নিয়ন্ত্রণ নিতে চালক ও সুপারভাইজারের সঙ্গে ধস্তাধস্তি করেন। তখন গাড়িতে থাকা অন্য গাড়ি শ্রমিক ও হেলপাররা এক ডাকাত সদস্যকে ধরে ফেলেন। অন্য দুই ডাকাত লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। বাসের শ্রমিকরা আটক করা ডাকাত সদস্যকে গণপিটুনি দিলে ওই ডাকাত সদস্য মারা যায়। পরে নিহত ডাকাত সদস্যকে গাড়িতে করে গোপালগঞ্জ পুলিশ লাইনে গাড়ি রেখে চালক, সুপারভাইজার ও অন্য গাড়ির শ্রমিকরা পালিয়ে যায়।

পরবর্তীতে এই ব‌্যাপারে ঐ বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং  জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু বাসের হেলপার রাজু তালুকদারের ছেলে আকাশ তালুকদারকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকালে বাসের যাত্রীরা পুলিশে খবর দিলে বাসের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় হওয়ায় ওই থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ‌্য, নিহত ঐ ডাকাত সদস্যের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদকসহ এক ডজন মামলা রয়েছে।


Logo