• সকাল ৭:০০ মিনিট শুক্রবার
  • ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সাদিপুরে আওয়ামীলীগ নেতাকে প্যানেল চেয়ারম্যান বানাতে বিএনপির দৌড়ঝাঁপ সোনারগাঁয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সোনারগাঁয়ে পূজা কমিটির সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় হাফেজ জামাল উদ্দিনের মৃত্যুতে জামায়াত নেতার শোক ঢাকার গণ-সমাবেশে সোনারগাঁ থানা বিএনপির চমক সোনারগাঁয়ে জামপুরে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় উদ্বোধন সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস সোনারগাঁয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনাসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা সোনারগাঁয়ে ৬টি অটোরিক্সা চুরি, গ্যারেজ মালিকের সিনাজুড়ি সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখার গণসংযোগ সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে মসজিদের জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন সোনারগাঁয়ে সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের কড়া হুসেয়ারী অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নোয়াগাঁও ইউপি কার্যালয়ে তালা সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ী থেকে ১১’শ কেজি রড চুরি সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
সনমান্দিতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

সনমান্দিতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা ও বন্দর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন করছে শিক্ষা প্রতিষ্ঠানের নামে সনমান্দি ইউনিয়নের এক ব্যক্তি। অবৈধ বালু উত্তোলনের ফলে ব্রহ্মপুত্র নদের দুই পাশের কয়েক বিঘা জমি নদী গর্ভে বিলিন হওয়ার আ,শঙ্কা রয়েছে। এ ঘটনায় উক্ত জমির মালিকরা বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন।

জানাগেছে, সোনারগাঁ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ব্রক্ষ্মপুত্র নদী থেকে সনমান্দি ইউনিয়নের হরেদরদী এলাকার এক ব্যক্তি একটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি সাইনবোর্ড টানিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে সাইনবোর্ড দেয়া জায়গাটির সাথে তার বক্তিগত জায়গা ভরাট করছে। সরকারী নির্দেশনা ছাড়া প্রতিদিন ব্রক্ষ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর দুপাশের কয়েক বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা করছে জমির মালিকরা। এতে একদিনে যেমন বিলিন হবে ফসলি জমি অপরদিকে জমি হারিয়ে ক্ষতিগ্রস্থ হবে স্থানীয় কৃষকরা। নদ থেকে বালু উত্তোলন বন্ধে গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার কৃষকরা।

এ ব্যাপারে জমির মালিক নুর মোহাম্মাদ জানান, গত কয়েকদিন ধরে রাতে ব্রক্ষপুত্র নদী থেকে বালু উত্তোলন করার ফলে আমাদের ফসলি জমিগুলো নিচে দেবে যাওয়ার উপক্রম হয়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে আমাদের মুল্যবান ফসলি জমি হারিয়ে আমরা নিঃশ হয়ে যাবো। আমাদের জমি রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে একটি অভিযোগ দিয়েছি কিন্তু কোন প্রতিকার পাচ্ছিনা। এখন আমরা দিশেহারা। আমাদের এক টুকরো ফসলি জমি যদি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাহলে আমাদের রাস্তায় বসা ছাড়া কোন উপায় থাকবে না।

সোনারগাঁ পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ মিয়া জানান, সরকারী নির্দেশনা ছাড়া কেউ নদী থেকে বালু উত্তোলন করতে পারে। আর কেউ যদি তা করে তা হবে অবৈধ। অবৈধভাবে বালু উত্তোলন একটি ফোজদারী অপরাধ। আমি সোনারগাঁয়ের প্রশাসনকে অনুরোধ করবো অবিলম্বে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষকদের ফসলি জমি রক্ষা প্রদক্ষেপ নিবেন।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি যতদুর জানি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বালু উত্তোলন করছে। তবে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিজ জমি ভরাটের চেষ্টা করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Logo