• দুপুর ১:৩৭ মিনিট শুক্রবার
  • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন
সড়ক-মহাসড়কে যান স্বল্পতা, যাত্রী ভোগান্তী

সড়ক-মহাসড়কে যান স্বল্পতা, যাত্রী ভোগান্তী

Logo


বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান স্বল্পতার কারণে মোড়ে মোড়ে যাত্রীদের অপেক্ষমান দেখা গেছে৷ দীর্ঘসময় অপেক্ষার পরও যান না পেয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে৷

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল কম দেখা গেছে৷ স্বল্প দূরত্বের কিছু বাস চলাচল করলেও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। সিএনজি, ব্যাটারিচালিত অটোরকিশাগুলোকেও থামিয়ে উল্টো পথে ফেরত পাঠাতে দেখা গেছে৷ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যাত্রীরা বিকল্প খুঁজেছেন৷ মহাসড়কে ঢাকামুখী বিভিন্ন ছোট যানবাহন পুলিশ আটকে দিলেও দু-একটি যাত্রাবাহী ছোট আকারের বাস চলাচলের জন্য ছেড়ে দিতে দেখা গেছে৷ তবে সেসব বাসে বেশি দূরত্বের যাত্রী তুলছেন না চালক।

হিমালয় ট্রান্সপোর্ট নামে যাত্রী পরিবহনের একটি বাস মদনপুর থেকে ঢাকার মতিঝিল পর্যন্ত চলাচল করে৷ তবে আজ বাসটিতে কেবল চিটাগাং রোড পর্যন্ত যাত্রী তুলছেন৷ বাসটি কাঁচপুর থামলে অপেক্ষমান যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন৷ তবে যাত্রীবোঝাই থাকার কারণে পাঁচ-ছয়জনের বেশি যাত্রীর জায়গা হয় না বাসে৷ কয়েকজনকে বাসের গেট ধরে ঝুলে চলতেও দেখা যায়৷

এ বাসের স্টাফ শফিক বলেন, ‘সামনে বাস থামিয়ে দেয় পুলিশ৷ এ কারণে ঢাকার দিকে যাইতে পারি না। চিটাগাং রোড পর্যন্ত চালাইতেছি৷’ এদিকে মহাসড়কে বসানো পুলিশের

তল্লাশিচৌকিগুলো যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রী পরিবহন করা অন্তত পাঁচটি প্রাইভেট কার কাঁচপুর এলাকায় থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে৷

ফুপাতো বোনের নবজাতক সন্তানকে রক্ত দেওয়ার জন্য চাঁদপুরের কচুয়া থেকে সকাল সাতটায় রওয়ানা হন মো. শামীম নামে এক তরুণ৷ দূরপাল্লার বাস না পেয়ে প্রথমে সিএনজিতে টাকায় গৌরিপুরের আমিরাবাদ বাসস্ট্যান্ড, পরে সেখান থেকে মোটরসাইকেলে ৩০০ টাকায় কাঁচপুর আসেন। কাঁচপুরে তাকে নামিয়ে দেয় পুলিশ৷

শামীম বলেন,

২০০ টাকায় ঢাকার সায়েদাবাদ চইলা যাওয়া যাইতো৷ বাস না পেয়ে আসায় কাঁচপুর পর্যন্তই ৪০০ টাকা খরচ৷ এখান সাইনবোর্ড যেতে আরও ১০০ টাকা খরচ যাইবো৷

সোনারগাঁ থানার কাঁচপুর সেতুর পূর্বপাশের চালে এক পুরুষ সহকর্মীর সাথে দুই নারী পোশাককর্মীকে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে যায়। মদনপুর থেকে থাকতে দেখা যায়৷ ব্যাটারিচালিত রিকশায় কাঁচপুর পর্যন্ত আসার পর পুলিশ তাদের গাড়ি থামিয়ে নামিয়ে দেয়৷ তারা যাবেন সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি৷ কাঁচপুর সেতুর ঢালে দাঁড়িয়ে বিকল্প বাহনের অপেক্ষা করছেন তারা৷

সুরাইয়া ইয়াসমিন নামে পোশাক কর্মী বলেন, মদনপুর থেকে সরাসরি চৌধুরাবাড়ি বাস যায়। আজকে সব বন্ধ৷ অটোরিকশায় এই পর্যন্ত আসছি, তারপর নামিয়ে দিয়েছে৷ গাড়ি বন্ধ রাখলে কী হবে, অফিস তো খোলা৷ মাঝখান দিয়া ভোগান্তি আমাদের।’

সড়কের বিপরীত পাশে অন্তত অর্ধশত নারী ও পুরুষ শ্রমিককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ কথা বলে জানা যায়, সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার জয় অটো পার্মেন্টস লিমিটেড নামে কারখানার কর্মী তারা৷ প্রতিদিন কারখানার স্টাফ বাসে তারা যাতায়াত করেন৷ অন্য সময় সাতটার সময় বাস আসলেও আজ (শনিবার) পৌনে আটটাতেও বাসের দেখা নেই। কর্মীরা শুনেছেন রাস্তায় পুলিশ তাদের গাড়ি আটকে দিয়েছো


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution