• রাত ৪:৪১ মিনিট রবিবার
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী
সোনারগাঁয়ে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬

সোনারগাঁয়ে করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজও ৭২  জনের নমুনা পরিক্ষা করে ২৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ২৬ জন মৃত্যুবরন করেছেন ১ জন। শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ৩৬ শতাংশ।

তিনি জানান, শনিবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ৭২ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ২৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।নতুন করে সুস্থ হয়েছেন এছাড়া বারদীতে ৭২ বছরের বৃদ্ধি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

একদিনে নতুন করে একদিনে আক্রান্তরা হলেন, ১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – বালুয়া দিঘীর পাড়, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মশুরাকান্দা, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মাধবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ছোট কৃষ্ণাদী, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চান্দের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – ষোলপাড়া, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাহাপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মুতিসপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাদীপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বুরুমদী, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – বড়নগর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দড়িকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আলাব্দী, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা ও ১ জন মেয়ে শিশু – এলাহীনগর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নাউড়া ভিটা, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দৌলরদী, বারদী।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২১০৪ সুস্থ হয়েছেন ১৬৭৩ জন এছাড়া মোট মৃত্যুবরন করেছেন ৫৩ জন।

নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৭২ জনের ফলাফল অনুযায়ী ২৬ জন COVID-19 পজিটিভ ও ৪৬ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – বালুয়া দিঘীর পাড়, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মশুরাকান্দা, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মাধবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ছোট কৃষ্ণাদী, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – চান্দের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – ষোলপাড়া, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাহাপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – মুতিসপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাদীপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বুরুমদী, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – বড়নগর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দড়িকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – আলাব্দী, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা ও ১ জন মেয়ে শিশু – এলাহীনগর, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নাউড়া ভিটা, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – কুতুবপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দৌলরদী, বারদী।

➖ নেগেটিভের তালিকা : –

১. সোহেল শেখ, ৩৪ বছর
লাহাপাড়া, আমিনপুর।
২. আমজাদ, ৩৪ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩. জিসান, ১৭ বছর
ছয় হিস্যা, পিরোজপুর।
৪. আব্দুল কাদির জিলানী, ৫০ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৫. আব্দুল কাদির ভূঁইয়া, ৬০ বছর
মহজমপুর, জামপুর।
৬. হৃদয়, ২৩ বছর
ফরাজীকান্দা, গজারিয়া।
৭. রানা, ৪০ বছর
সাহাপুর, আমিনপুর।
৮. রুখসানা, ৩৫ বছর
সাহাপুর, আমিনপুর।
৯. কানিজ ফাতেমা, ৩১ বছর
সাহাপুর, আমিনপুর।
১০. মহসীন, ২৪ বছর
নুনের টেক, বারদী।
১১. রুবেল, ৩৫ বছর
ধামগড়, বন্দর।
১২. বাসিরুন, ৪৫ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১৩. স্বপ্না, ৪৫ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১৪. হোসনা, ৩২ বছর
লাঙ্গলবন্দ, বন্দর।
১৫. শরীফ, ৩১ বছর
ছয় হিস্যা, পিরোজপুর।
১৬. সাইফুল, ৩৬ বছর
ছয় হিস্যা, পিরোজপুর।
১৭. হাবিবা, ২৩ বছর
লাদুর চর, নোয়াগাঁও।
১৮. রফিকুল, ৬০ বছর
চান্দের কীর্তি, বৈদ্যের বাজার।
১৯. মাজেদা, ৬৬ বছর
ছনকান্দা, সনমান্দী।
২০. শাহ জালাল, ৩৭ বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
২১. আমজাদ, ৩০ বছর
বারদী, বারদী।
২২. নাহিদ, ২৭ বছর
কাঠালিয়া পাড়া, সাদীপুর।
২৩. মোস্তাফিজুর, ৪৮ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
২৪. রহিম, ১৪ বছর
বাংলা বাজার, সনমান্দী।
২৫. নূর জাহান, ৪৮ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
২৬. আয়েশা, ৫৫ বছর
জাইদারগাঁও, সনমান্দী।
২৭. মনোয়ারা, ৫৫ বছর
নানাখী, সাদীপুর।
২৮. আরিফ, ৩৬ বছর
দত্তপাড়া, আমিনপুর।
২৯. সেলিম, ৩৫ বছর
কুমার চর, সনমান্দী।
৩০. হোসনে আরা, ৫৫ বছর
সাহাপুর, আমিনপুর।
৩১. আলভী, ১৯ বছর
নয়াগাঁও, পিরোজপুর।
৩২. মাসুদ রানা, ২২ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
৩৩. নূর নবী, ২০ বছর
ঝাউচর, পিরোজপুর।
৩৪. সেলিনা, ২৬ বছর
আলমদী, বারদী।
৩৫. ইসহাক, ৫৭ বছর
নলচর, মেঘনা, কুমিল্লা।
৩৬. আলেহা, ৪৮ বছর
দমদমা, মোগরাপাড়া।
৩৭. ইয়ামিন সরকার, ২৮ বছর
নয়াগাঁও, পিরোজপুর।
৩৮. রাজীব, ২৫ বছর
নয়াগাঁও, পিরোজপুর।
৩৯. রুমা, ৩৫ বছর
হোসেনদী, গজারিয়া।
৪০. আয়েশা, ৭০ বছর
আমিনপুর, আমিনপুর।
৪১. মুজাহিদ, ৬ বছর
বাঘুরী, কাঁচপুর।
৪২. এমদাদুল হক, ৩৬ বছর
রায়পুর, বৈদ্যের বাজার।
৪৩. আনোয়ার, ৫৯ বছর
আমগাঁও, সাদীপুর।
৪৪. শাহ জালাল, ২৩ বছর
হাতুড়াপাড়া, জামপুর।
৪৫. হৃদয়, ২৫ বছর
ভাটিবন্দর, পিরোজপুর।
৪৬. রাসেল, ৩০ বছর
চর বলাকি, গজারিয়া।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২৬ জন সুস্থতা লাভ করেছেন: –

১. মণি আক্তার, ৩৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
২. হাজেরা, ১৮ বছর
দড়িপাড়া, সনমান্দী।
৩. মুক্তার, ৪৫ বছর
হাড়িয়া বৈদ্য পাড়া, বৈদ্যের বাজার।
৪. মাঈন উদ্দিন, ৩৩ বছর
নানাখী, সাদীপুর।
৫. রবিন, ২৩ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
৬. লিপি, ২৭ বছর
সাহাপুর, আমিনপুর।
৭. জ্যোৎস্না, ৩১ বছর
ষোলপাড়া, আমিনপুর।
৮. এনামুল হক, ৪০ বছর
উলুকান্দি, বৈদ্যের বাজার।
৯. মোস্তফা জামান, ৪৯ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১০. শিরিন সুলতানা, ৪১ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১১. মাবিয়া, ৬০ বছর
ষোলপাড়া, মোগরাপাড়া।
১২. সেলিনা, ৪৫ বছর
চেঙ্গাকান্দি, পিরোজপুর।
১৩. জিয়াউল হক, ৩৩ বছর
বাংলাবাজার, সনমান্দী।
১৪. সুমন মিয়া, ৩১ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১৫. জামাল সরকার, ৫০ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১৬. সুমন নাথ, ৩০ বছর
ললাটি, কাঁচপুর।
১৭. মিঠুন বিশ্বকর্মা, ৩১ বছর
ললাটি, কাঁচপুর।
১৮. জয়প্রকাশ বিশ্বকর্মা, ৪১ বছর
ললাটি, কাঁচপুর।
১৯. শ্যামল, ৪১ বছর
রায়ের টেক, কাঁচপুর।
২০. সৈয়দ রাকিবুল ইসলাম, ১৯ বছর
উত্তর কাজীপাড়া, জামপুর।
২১. করিম, ৬৫ বছর
আমবাগ, জামপুর।
২২. ফাতেমা আক্তার, ৪০ বছর
মাধবপুর, মোগরাপাড়া।
২৩. নীলুফা বেগম, ৫০ বছর
দক্ষিণ কাজীপাড়া, জামপুর।
২৪. নবী হোসেন, ৬০ বছর
বিষ্ণদী, নোয়াগাঁও।
২৫. সুমাইয়া, ২১ বছর
চান্দের পাড়া, বারদী।
২৬. পিয়ারা, ৭০ বছর
মঙ্গলেরগাঁও, পিরোজপুর।

*** মৃত্যুর তথ্য :-

৭০ বছর বয়সী ১ জন পুরুষ (বারদী, বারদী) ০২.০৮.২০২১ খ্রিঃ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জে-এ ভর্তি হন এবং ০৩.০৮.২০২১ খ্রিঃ নমুনা প্রদান করে COVID-19 পজিটিভ শনাক্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ০৫.০৮.২০২১ খ্রিঃ রাত ১০:৩০ টায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ২১০৪ জন (মৃত্যু-৫৩ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ১৬৭৩ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution