• রাত ৪:০৯ মিনিট রবিবার
  • ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী
সোনারগাঁয়ে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু

সোনারগাঁয়ে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজও ৮৫ জনের নমুনা পরিক্ষা করে ২৫ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৪০ জন।এছাড়া নতুন করে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ৪জন।সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ২৯ শতাংশ।

তিনি জানান,  সোমবার বিকেলে পাওয়া তথ্যনুযায়ী ৮৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ২৫ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৪০ জন। এছাড়া নতুন করে বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া ৬৫ বছর বয়সী ১ জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় ৬০ বছর বয়সী ১ জন পুরুষ, পৌরসভায় ৩৩ বছর বয়সী এক যুবক ও নোয়াগাঁও এলাকায় ১ জন যুবক করোনায় মারা গেছেন।

একদিনে নতুন করে একদিনে আক্রান্তরা হলেন, ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সালাম স্টিল, ললাটি, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – উত্তর পাড়া, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ব্রাহ্মণবাওগাঁ, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোহাট্টা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – রতনপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাহাপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দড়িকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – লাদুর চর, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পিরোজপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নয়াপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভাটির চর, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – লাহাপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কামারগাঁও, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পুরান টিপর্দী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নোয়াগাঁও, নোয়াগাঁও।

নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো:  সর্বশেষ প্রাপ্ত ৮৫ জনের ফলাফল অনুযায়ী ২৫ জন COVID-19 পজিটিভ ও ৬০ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – গোয়ালদী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সালাম স্টিল, ললাটি, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – উত্তর পাড়া, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ব্রাহ্মণবাওগাঁ, জামপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাতকোপা, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোহাট্টা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – দমদমা, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – রতনপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাহাপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – দড়িকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – লাদুর চর, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পিরোজপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাকান্দি, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নয়াপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ভাটির চর, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – লাহাপাড়া, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কামারগাঁও, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পুরান টিপর্দী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নোয়াগাঁও, নোয়াগাঁও।

➖ নেগেটিভের তথ্য : –

১. আবুল বাশার, ৫৮ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২. আওলাদ হোসেন, ৪০ বছর
তাতুয়াকান্দি, পিরোজপুর।
৩. জুয়েল, ২৭ বছর
গোয়ালদী, আমিনপুর।
৪. নাহিদ, ৩৫ বছর
টিপর্দী, আমিনপুর।
৫. বজলুর রহমান, ৫২ বছর
একরামপুর, শম্ভুপুরা।
৬. জারমিন সুলতানা, ৫২ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৭. হোসনে আরা, ৫০ বছর
ভাটিবন্দর, পিরোজপুর।
৮. মনসুর বিল্লাল, ২৯ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
৯. জয়নাল, ৩২ বছর
ঝাউচর, পিরোজপুর।
১০. নূর বানু, ৫৫ বছর
রাম গোবিন্দেরগাঁও, শম্ভুপুরা।
১১. বাদল, ৩২ বছর
ধামগড়, বন্দর।
১২. গোলাম রাব্বী, ২৭ বছর
গোয়ালদী, আমিনপুর।
১৩. সানজিদা হোসেন, ৪১ বছর
গোয়ালদী, আমিনপুর।
১৪. অঙ্কুর, ২৬ বছর
কাদিরগঞ্জ, পিরোজপুর।
১৫. রাসেল, ২১ বছর
কাদিরগঞ্জ, পিরোজপুর।
১৬. জাকির হোসেন, ৩০ বছর
নানাখী, সাদীপুর।
১৭. মাসুম, ২১ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
১৮. শরীফ হোসেন, ২৪ বছর
ঝাউচর, পিরোজপুর।
১৯. মজিবুর, ৬০ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
২০. মল্লিকা রাণী, ৪৫ বছর
সোনাময়ী, বৈদ্যের বাজার।
২১. দীপু হাসান, ২৪ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২২. দুলাল হোসেন, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৩. সজীব, ২১ বছর
উত্তর ফুলদী, গজারিয়া।
২৪. কাউসার, ৩৫ বছর
পৌর ভবনাথপুর, আমিনপুর।
২৫. মোস্তাফিজুর, ২৪ বছর
কাঁচপুর, কাঁচপুর।
২৬. সনাতন, ২৭ বছর
ঝাউচর, পিরোজপুর।
২৭. সোহেল, ৩৫ বছর
পরমেশ্বরদী, নোয়াগাঁও।
২৮. ফাতেমা, ২৪ বছর
পরমেশ্বরদী, নোয়াগাঁও।
২৯. মামুন, ২৬ বছর
জাইদারগাঁও, সনমান্দী।
৩০. রফিকুল, ৬০ বছর
বুরুমদী, জামপুর।
৩১. মোশাররফ, ৫২ বছর
সুখের টেক, কাঁচপুর।
৩২. পূর্ণিমা, ৫ বছর
বারদী, বারদী।
৩৩. অনন্যা, ২৪ বছর
বারদী, বারদী।
৩৪. ইমরান, ২৬ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
৩৫. জ্যোতি, ১৮ বছর
সাহাপুর, আমিনপুর।
৩৬. সেলিনা, ৩৮ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩৭. রেখা, ৩২ বছর
দড়িকান্দি, সনমান্দী।
৩৮. সোনিয়া, ২৯ বছর
সাহাপুর, আমিনপুর।
৩৯. হালিম, ৩২ বছর
নাকাটিভাঙ্গা, বৈদ্যের বাজার।
৪০. জুনায়েদ, ৩০ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
৪১. মাহাদী, ১৬ বছর
গোয়ালদী, আমিনপুর।
৪২. জান্নাতুল, ২৩ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪৩. আবু সাঈদ, ২৭ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
৪৪. আমির, ৩২ বছর
সোনারকান্দি, গজারিয়া।
৪৫. রাশিদা, ৪০ বছর
দারগোল্লা, মোগরাপাড়া।
৪৬. জিয়াসমিন, ৩৮ বছর
কাজীরগাঁও, মোগরাপাড়া।
৪৭. রাবেয়া, ১২ বছর
কাজীরগাঁও, মোগরাপাড়া।
৪৮. ফিরোজ, ৪১ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৪৯. মনিরা, ৪২ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
৫০. সানাউল্লাহ, ৩০ বছর
ভট্টপুর, আমিনপুর।
৫১. সন্দ্বীপ, ২২ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৫২. সাব্বির, ৩৪ বছর
টিপর্দী, আমিনপুর।
৫৩. শোভা, ৪০ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৫৪. সাইফুল, ৪২ বছর
বালুয়াকান্দি, গজারিয়া।
৫৫. জামাল হোসেন, ৫১ বছর
বালুয়াকান্দি, গজারিয়া।
৫৬. গোলাপী, ৩০ বছর
পাঁচ আনী, সনমান্দী।
৫৭. আফরোজা, ৩৬ বছর
লাহাপাড়া, আমিনপুর।
৫৮. আল-আমিন, ৩৪ বছর
লাহাপাড়া, আমিনপুর।
৫৯. মিলন, ৩০ বছর
কালাপাহাড়িয়া, আড়াইহাজার।
৬০. মুনা, ৩০ বছর
ভট্টপুর, আমিনপুর।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৪০ জন সুস্থতা লাভ করেছেন:-

১. জহির, ২৯ বছর
এ.সি.আই. হেলথকেয়ার লিঃ, সোনারগাঁ।
২. তারেক, ৩৪ বছর
ইসলামপুর, পিরোজপুর।
৩. তৌফিক, ২২ বছর
গজারিয়া পাড়া, সাদীপুর।
৪. গাজী জুয়েল, ৩৫ বছর
উত্তর ষোলপাড়া, আমিনপুর।
৫. ইসলাম, ৬৪ বছর
আলমদী, বারদী।
৬. রেজমি, ২৩ বছর
পাঁচ আনী, পিরোজপুর।
৭. প্রসাদ, ৫০ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৮. আব্দুল হাকিম, ২৭ বছর
ললাটি, কাঁচপুর।
৯. ফয়সাল, ২৫ বছর
হাড়িয়া বৈদ্য পাড়া, বৈদ্যের বাজার।
১০. নাজমুল হুদা, ৩০ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১১. আবু বকর, ২৭ বছর
গোলনগর, সাদীপুর।
১২. বিল্লাল, ৪১ বছর
টিপর্দী, আমিনপুর।
১৩. সোহাগ, ২৭ বছর
ভবনাথপুর, আমিনপুর।
১৪. কল্পনা, ৪২ বছর
আদমপুর, আমিনপুর।
১৫. রঞ্জণ, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১৬. মোশাররফ, ৪২ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১৭. মাহফুজুর রহমান, ৫৭ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১৮. হোসনে আরা, ৫০ বছর
গজারিয়া পাড়া, সাদীপুর।
১৯. শাহ জাহান, ৭৪ বছর
গজারিয়া পাড়া, সাদীপুর।
২০. রহিম, ৫২ বছর
বালুয়া দিঘীর পাড়, আমিনপুর।
২১. সুজনা আক্তার, ২২ বছর
দত্তপাড়া, আমিনপুর।
২২. হাসানুল, ১৯ বছর
সাচিলাপুর, মোগরাপাড়া।
২৩. সারোয়ার, ৩০ বছর
ছয় হিস্যা, পিরোজপুর।
২৪. কালাম, ৪০ বছর
চান্দের চর, পিরোজপুর।
২৫. মোতালেব, ৪০ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
২৬. ডালিয়া, ৩০ বছর
এলাহীনগর, শম্ভুপুরা।
২৭. সোনিয়া, ১৭ বছর
হাড়িয়া বৈদ্য পাড়া, বৈদ্যের বাজার।
২৮. জুঁই, ২৫ বছর
এলাহীনগর, শম্ভুপুরা।
২৯. আল-আমিন, ২৪ বছর
লস্করবাড়ী, সাদীপুর।
৩০. মনোয়ারা, ৬০ বছর
ছোট কৃষ্ণাদী, মোগরাপাড়া।
৩১. রহিম, ৪০ বছর
বড়নগর, মোগরাপাড়া।
৩২. মনিকা রায়, ৩৩ বছর
চিলারবাগ, আমিনপুর।
৩৩. নাঈম, ২২ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৩৪. সাহাদ, ১৫ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩৫. সহদেব, ২০ বছর
রামগঞ্জ, বৈদ্যের বাজার।
৩৬. রিমা, ১৭ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩৭. আজমীর, ১৭ বছর
হাড়িয়া বৈদ্য পাড়া, বৈদ্যের বাজার।
৩৮. জসিম, ৪০ বছর
সাচিলাপুর, মোগরাপাড়া।
৩৯. রাবেয়া, ৫০ বছর
ছয় হিস্যা, পিরোজপুর।
৪০. আমিনুল, ৩৫ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।

*** মৃত্যুর তথ্য :-

১. ৬৫ বছর বয়সী ১ জন পুরুষ (সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার) ০৪.০৮.২০২১ খ্রিঃ তারিখ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ-এ নমুনা প্রদান করে COVID-19 পজিটিভ হিসেবে সনাক্ত হন এবং ০৬.০৮.২০২১ খ্রিঃ তারিখ রাত ৯.০০ টায় চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২. ৬০ বছর বয়সী ১ জন পুরুষ (কামারগাঁও, মোগরাপাড়া) ০৩.০৮.২০২১ খ্রিঃ তারিখ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ-এ নমুনা প্রদান করে COVID-19 পজিটিভ হিসেবে সনাক্ত হন এবং ০৬.০৮.২০২১ খ্রিঃ তারিখ বিকেল ০৫.০০ টায় চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

৩. ৩৩ বছর বয়সী ১ জন পুরুষ (পুরান টিপর্দী, আমিনপুর) ০৮.০৮.২০২১ খ্রিঃ তারিখ রাত ০১.৩০ টায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ-এ মৃত্যুবরণ করেন।

৪. ৩০ বছর বয়সী ১ জন পুরুষ (নোয়াগাঁও, সোনারগাঁ) ০৮.০৮.২০২১ খ্রিঃ তারিখে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ-এ মৃত্যুবরণ করেন।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ২১৩৭ জন (মৃত্যু-৫৭ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ১৭৪৪ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution