• সকাল ৬:২২ মিনিট বুধবার
  • ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শম্ভুপুরার চরকিশোরগঞ্জ ও চরহোগরার জাল ভোট ঠেকাতে চ্যালেঞ্জের মুখে প্রশাসন ‘যারা আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন’ বাবুল ওমরের হুমকি-ধামকিতে ভোটের মাঠে প্রভাব পড়েছে আনারস প্রতিকের সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা
সোনারগাঁয়ে একদিনে ৬ জনের দেহে করোনা সনাক্ত

সোনারগাঁয়ে একদিনে ৬ জনের দেহে করোনা সনাক্ত

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় নতুন করে আরো ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া একই দিনে সুস্থ হয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

নমুনা পরিক্ষার তুলনায় আক্রান্তর সংখ্যা ৩৬ শতাংশ।

তিনি জানান, ২২ এপ্রিল বৃহস্পতিবার  সকালে পাওয়া তথ্য অনুযায়ী ৬৩ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া একই দিনে সুস্থ হয়েছেন ১৯ জন। একদিনে  আক্রান্তরা ব্যক্তি হলেন, ১জন প্রাপ্তবয়স্কা মহিলা- গোহাট্টা,মোগরাপাড়া ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গংগানগর, সাদিপুর ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নয়াপুর, সাদিপুর ১ জন প্রাপ্তবয়স্কা পুরুষ- মেঘনা গ্রুপ, পিরোজপুর ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মেঘনা ঘাট, পিরোজপুর। পৌরভবনাথপুর, আমিনপুর এলাকায় ১ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ১১১৬ জন (মৃত্যু-৩৬ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৯৪৭ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৬৩ জনের ফলাফল অনুযায়ী ৬ জন COVID-19 পজিটিভ ও ৫৭ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- গোহাট্টা,মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গংগানগর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নয়াপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্কা পুরুষ- মেঘনা গ্রুপ, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মেঘনা ঘাট, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- পৌরভবনাথপুর, আমিনপুর।

➖ নেগেটিভের তালিকা : –

১. নজরুল,২৮ বছর
ছনকান্দা, সনমান্দি।
২. শিউলি,৩৬ বছর
চান্দেরবলা, বারদি।
৩. ফাইজুল,৩১ বছর
আমগাঁও, সাদিপুর।
৪. শাহীন,১৮ বছর
কাফাইয়াকান্দা,সনমান্দি।
৫. নোমান,২২ বছর
টিপরদি,আমিনপুর।
৬. বেলাল,২৬ বছর
ইছাপার,আমিনপুর।
৭. শাহেরা আক্তার,৭২ বছর
পানাম গাবতলি,বৈদ্যেরবাজার।
৮. লুতফর রহমান,৫৮ বছর
নয়াপুর, সাদিপুর।
৯. হাসু বেগম,৬০ বছর
খাসনগর দিঘীরপাড়, আমিনপুর।
১০. আনিস,৪০ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১১. জুয়েল,২৬ বছর
নয়াপুর, সাদিপুর।
১২. মহিবুল্লাহ, ২৮ বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
১৩. দীন ইসলাম, ৩৫ বছর
মনারবাগ, বৈদ্যেরবাজার।
১৪. মামুন,২৪ বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
১৫. আতিকুর, ১৯ বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
১৬. রবিউল, ৩০ বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
১৭. রিফাত,২৩ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১৮. রাশিদা,৫৭ বছর
পিরোজপুর, পিরোজপুর।
১৯. মকবুল,৩৪ বছর
পিরোজপুর, পিরোজপুর।
২০. আসমা,৩৫ বছর
চৌরাপাড়া, নোয়াগাঁও।
২১. মশিউর,২৪ বছর
আষাড়িয়ারচর, পিরোজপুর।
২২. মানিক,৩১বছর
ষোল্লপাড়া, মোগরাপাড়া।
২৩. ইউসুফ, ২৫ বছর
গোয়ালদি, আমিনপুর।
২৪. আরমান,২০ বছর
সেনপারা, বারদি।
২৫. নুর ইসলাম, ৩৩ বছর
সাদিপুর, সাদিপুর।
২৬. মাহফুজ এলাহি,৫৮ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
২৭. সোহান,১৫ বছর
ইছাপাড়া, আমিনপুর।
২৮. রফিকুল,৫৫ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
২৯. মুন্নী,২০ বছর
মংগলেরগাঁও, পিরোজপুর।
৩০. সোহেল,৩০ বছর
ভট্টপুর, আমিনপুর।
৩১. জেসমিন, ৩২ বছর
ঝাউচর, পিরোজপুর।
৩২. শরিফ, ২৯ বছর
ভট্টপুর, আমিনপুর।
৩৩. ইয়াসমিন,৩৫ বছর
হোসেনপুর, শম্ভুপুরা।
৩৪. গোলাম মর্তুজা,৪৫ বছর
সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।
৩৫. মনিরা, ৩০ বছর
মদনপুর, বন্দর।
৩৬. সাইফুল,৪০ বছর
মদনপুর, বন্দর।
৩৭. রিফাত,১৬ বছর
সাহাপুর, আমিনপুর।
৩৮. হালিম উদ্দিন,৩৪ বছর
পানাম, আমিনপুর।
৩৯. লাভলি,২৭ বছর
পানাম, আমিনপুর।
৪০. আনিসুর, ২৮ বছর
টিপরদি, আমিনপুর।
৪১. এহসানুল,৩৯ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৪২. আল-আমিন,২৫ বছর
কান্দারগাঁও, পিরোজপুর।
৪৩. বাপ্পি,২২ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৪৪. নজরুল, ২৭ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৪৫. মফিজুল,৬৩ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৪৬. হেনা, ২৬ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৪৭. আমেনা,৩০ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৪৮. তাওলাদ,৫০ বছর
মংগলেরগাঁও, পিরোজপুর।
৪৯. ইসমাইল,৩৫ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৫০. ইতি,১৮ বছর
দৌলতপুর, সনমান্দি।
৫১. খালেকুরজামান,৩৯ বছর
মালিবাগ,মদনপুর, বন্দর।
৫২. সাঈদ,২৬ বছর
সাহাপুর, আমিনপুর।
৫৩. সাইফুল,৩৫ বছর
চেংগাকান্দি, পিরোজপুর।
৫৪. রুমা,৩৩ বছর
চেংগাকান্দি, পিরোজপুর।
৫৫. জান্নাতুল, ২৫ বছর
মনাইরকান্দি, পিরোজপুর।
৫৬. জুবেদা,৩৩ বছর
সাদিপুর, সাদিপুর।
৫৭. আবদুল্লাহ, ৩৬ বছর
সাদিপুর, সাদিপুর।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১৯ জন সুস্থতা লাভ করেছেন:

১. রুমি আক্তার,২৮ বছর
হাতকোপা,আমিনপুর।
২. আসমাউল,৩২ বছর
নয়াপুর,সাদিপুর।
৩. রমজান আলী,২৮ বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
৪. লিউ বাউ লি,৪৮ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
৫. আন গুয়াং মিং,৩০ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
৬. গুন ইউ গুই,৪৮ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
৭. লি কান বেও,৪৮ বছর
সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
৮. হুমায়ুন,৩৫ বছর
ছোট সাদিপুর, মোগরাপাড়া।
৯. শিরিনা,৬৫ বছর
মৃধাকান্দি, পিরোজপুর।
১০. মোজাম্মেল,৫৩ বছর
বাংলাদেশ লোকশিল্প যাদুঘর, আমিনপুর, সোনারগাঁ।
১১. শিরিনা,৩০ বছর
নয়াপুর, সাদিপুর।
১২. আফজাল,৩৫ বছর
মল্লিকপাড়া, আমিনপুর।
১৩. মেহেদি,১৮ বছর
হোসেনপুর, শম্ভুপুরা।
১৪. মারিয়া,২৯ বছর
পৌরভবনাথপুর, আমিনপুর।
১৫. তোফাজ্জল হোসেন,৪০ বছর
দামোদরদি, বৈদ্যেরবাজার।
১৬. হালিম উদ্দিন,৩৪ বছর
পানাম,আমিনপুর।
১৭. সুমন,২৭ বছর
ইমরান,৩৮ বছর।
১৮. ইমরান, ৩৮ বছর
বরগাঁও, সাদিপুর।
১৯. পারভিন,৩০ বছর
সেংগেলরাম, কাঁচপুর।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী-১১১৭ জন (মৃত্যু-৩৬ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৯৪৭ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution