• সকাল ১০:১২ মিনিট রবিবার
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল
সোনারগাঁও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন স্টল বরাদ্দে শঙ্কা কাটেনি দরিদ্র ৩৫ কারুশিল্পীর

সোনারগাঁও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন স্টল বরাদ্দে শঙ্কা কাটেনি দরিদ্র ৩৫ কারুশিল্পীর

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উচ্চ আদালতে রিট পিটিশন করে ছয় বছর পর রায় পেয়েও স্টল বরাদ্দে শঙ্কা কাটেনি ৩৫ দরিদ্র কারুশিল্পীর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগে জাতীয় পুরস্কারপ্রাপ্তসহ এই কারুশিল্পীরা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি উচ্চ আদালতে রিট পিটিশন করেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর রিট পিটিশনের রায়ে উল্লেখিত কারুশিল্পীদের নামে স্টল বরাদ্দের নির্দেশ দেওয়া হয়। এদিকে স্টল বরাদ্দ পাওয়া নিয়ে নতুন জটিলতা সৃষ্টির আশঙ্কায় কারুশিল্পীরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। তবে ফাউন্ডেশন কর্তৃপক্ষ আদালতের রায় বাস্তবায়নে কাজ করছে বলে জানা গেছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে ৩৫টি ছনের ঘরে কারুশিল্পীরা নিজেদের তৈরি কারুপণ্য বিক্রি শুরু করেন। ২০১০ সালে কর্তৃপক্ষ ছনের ঘরের স্থলে প্রায় ১ কোটি ৪২ হাজার টাকা ব্যয়ে ৪৮টি পাকা স্টল নির্মাণ করে। ২০১২ সালের ৩০ জুন এ কাজ শেষ হয়। পরে আগস্ট মাসে স্টলগুলোয় পুরান ৩৫ কারুশিল্পীসহ ৪৮ জনের নামে বরাদ্দ দেয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পরে ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সিদ্ধান্তে ওই বরাদ্দপত্র স্থগিত করা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের তৎকালীন সাংসদ আব্দুল্লাহ আল কায়সারকে সভাপতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব মোশারফ হোসেন ও বিসিকের প্রধান নকশাবিদ এসএম সামসুদ্দিনকে সদস্য এবং ফাউন্ডেশনের তৎকালীন পরিচালক কবি রবীন্দ্র গোপকে সদস্য সচিব করে কারুপণ্য বিপণন স্টল বণ্টন কমিটি গঠন করা হয়। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দে বাদ পড়েন জাতীয় পুরস্কারপ্রাপ্তসহ ২২ কারুশিল্পী। আর বাদ পড়াদের পরিবর্তে স্টল বরাদ্দ পান স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তাদের স্বজনরা।

এ পরিপ্রেক্ষিতে বাদ পড়া কারুশিল্পীরা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি উচ্চ আদালতে রিট পিটিশন করেন। শুনানি শেষে আদালত স্টল বরাদ্দের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নতুন বরাদ্দের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ফাউন্ডেশনের তৎকালীন পরিচালকসহ তিনজনের প্রতি রুল জারি করে প্রকৃত কারুশিল্পীদের আগের অবস্থায় বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ ২০১৯ সালের ২৬ নভেম্বর এ রিট পিটিশনের রায়ে উল্লেখিত কারুশিল্পীদের নামে স্টল বরাদ্দের নির্দেশ দেওয়া হয়।

কারুশিল্পী কবির হোসেন জানান, আদালতের আদেশ কপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কারুশিল্পীদের নামে স্টল বরাদ্দ প্রদানের কথা বলা হলেও তারা এ নিয়ে অজানা শঙ্কায় রয়েছেন। তিনি আরও জানান, দ্রুত স্টল বরাদ্দের পাওয়ার জন্য কারুশিল্পীরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক বরাবর আবেদন করেছেন। অনুলিপি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে।

এ ব্যাপারে ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম বলেন, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। উল্লেখিত ৩৫ জনসহ ৪৮ কারুশিল্পীর নামেই স্টল বরাদ্দ দেওয়া হবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution