• বিকাল ৩:১৩ মিনিট শুক্রবার
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
সোনারগাঁয়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২, মৃত্যুবরণ করেছেন ১জন

সোনারগাঁয়ে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২, মৃত্যুবরণ করেছেন ১জন

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : 

সোনারগাঁয়ে  ১৭ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে  ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।   তাদের মধ্যে ১ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১ জন মহিলা। এরমধ্যেরপিরোজপুর ইউপির রতনদিতে ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে সোনারগাঁয়ে ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭০ জন, মৃত্যু বরণ করেছেন ১৫জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫৯জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা রবিবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ ১৭ জনের নমুনার রির্পোট পেয়েছি তাতে ২জনের করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ১জন ও ১ জন মহিলা। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৫৯ জন।

তথ্য অনুযায়ী জামপুর ইউনিয়নের মজহমপুর ১ জন পুরুষ ও মোগরাপাড়া ইউনিয়নের নগরসাদিপুর  ১জন মহিলা  -১৯ এ আক্রান্ত হয়েছে।

সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৪৪ জন। মৃত্যু বরন করেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ১৭০জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ১৩৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৩৪৪ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৫জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১৭০ জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো :

সর্বশেষ প্রাপ্ত ১৭ জনের ফলাফল অনুযায়ী ২জন COVID-19 পজিটিভ এবং ১৫ জন নেগেটিভ এসেছেন।

২ জন পজেটিভের মধ্যেঃ
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ১ জন প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন।

১ জন পুরুষ – মহজমপুর, জামপুর।
১জন মহিলা- নগর সাদীপুর, মোগরাপাড়া।

নেগেটিভের তালিকাঃ
১. মোঃআমানউল্লাহ, ৩৯ বছর
উপজেলা পরিষদ, সোনারগাঁ।
২. মোঃ মানিক মিয়া, ৫৪বছর
দত্তপাড়া,আমিনপুর।
৩. প্রবীর আচার্য,৪৩বছর
বাড়িচিনিশ,মোগরাপাড়া।
৪. মোঃ সোহাগ,২৮বছর
সোনাপুর,কাচপুর।
৫. মোঃ আলাউদ্দিন,৬৩বছর
সোনাপুর,কাচপুর।
৬. মোঃ শাহিরুল আলম,৫৪বছর
সোনাপুর,কাচপুর।
৭. মোঃ আদম আলী,৫০ বছর
কান্দারগাও,পিরোজপুর।
৮. মোঃ ফয়সাল আহমেদ,২৪বছর
দুরগাপ্রসাদ,শম্ভূপুরা।
৯. সঞ্জয় মন্ডল,৩০ বছর
ফ্রেশ কোম্পানি,নিউটাউন,পিরোজপুর।
১০. সুমন আহমেদ,৩৬বছর
ফতেহপুর,দড়িকান্দি,সনমান্দি।
১১. আ. মতিন,৫০বছর
মঙ্গলেরগাও,পিরোজপুর।
১২. জাহাংগীর,৪৩বছর
পানাম সিটি,পৌরসভা।
১৩. মনিকা,৯বছর
সোনাপুর,কাচপুর।
১৪. মনিরা,৩বছর
সোনাপুর,কাচপুর।
১৫. মানহা,৯বছর
সোনাপুর,কাচপুর।

** মৃত্যুর তথ্যঃ
১জন পুরুষ (৪৫বছর;রতনদি,মোগরাপাড়া) ১১.০৬.২০২০ তারিখে স্যাম্পল দেয়ার পর ১১.০৬.২০২০ তারিখেই মারা যান এবং মৃত্যুর পর তার ফল পজিটিভ আসে।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৩২৯জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ১৫জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ১৭০জন

সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution