• বিকাল ৪:০৪ মিনিট শুক্রবার
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
যে কারণে একসঙ্গে খেলানো হচ্ছে চার ওপেনার

যে কারণে একসঙ্গে খেলানো হচ্ছে চার ওপেনার

Logo


মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুন ও আরিফুল হক আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তারা যে এরই মধ্যে খুব বড় কিছু করে ফেলেছেন তা নয়। মিঠুন-আরিফুল এখনো নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতেই ব্যস্ত। তারপরেও তারা পুরোদস্তুর মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যাটিং অর্ডারে ছয়-সাত নম্বরে খেলার সহজাত অভিজ্ঞতাটা আছে তাদের।

কিন্তু তাদের বাদ দিয়ে সৌম্যকে ছয় নম্বরে খেলানো, জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস সূচনার দায়িত্ব নিয়ে প্রায় সাড়ে তিনশ (দুই সেঞ্চুরি ও ৯০ রানের ইনিংসে ৩৪৯) করা ইমরুলকে তিনে নামিয়ে আনা এবং লিটন দাসকে তামিমের সঙ্গে ওপেন করতে পাঠানো- সব মিলে চার চার জন ওপেনার খেলেছেন সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশে।

প্রশ্নের জবাবে মোটামুটি বিশদ ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি জানিয়ে দেন এ সিরিজে চারজন ওপেনারকেই একসঙ্গে খেলানো হলেও এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নিয়মিত মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও বেশ জোরালোভাবেই রয়েছেন বিবেচনায়।

মাশরাফি বলেন, ‘আসলে আমরাও তো একটা নির্দিষ্ট পরিকলনা নিয়েই চার ওপেনার খেলাচ্ছি। বলবো না যে সেটাই শতভাগ সঠিক এবং চার ওপেনারকেই ওভাবে খেলাতে হবে। সব সিদ্ধান্ত তো আর শতভাগ ফলপ্রসু হয় না। তারপরেও আমাদের প্রথম ম্যাচে লিটন ক্লিক করেছিল, সৌম্য ভালো খেলতে খেলতে শেষ দিকে আউট হয়েছে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘এটা ঠিক যে ইমরুল দুই ম্যাচে রান পায়নি। সৌম্যও ছয়ে খেলে সে অর্থে রান পায়নি। তবে আগের ম্যাচে লিটন ব্যথা পেয়ে বাইরে না গেলে পুরো চিত্রটা ভিন্নরকম হতে পারত। আবারও বলছি যে এটাই চূড়ান্ত নয় যে এই চার ওপেনার দিয়েই আমাদের ব্যাটিং অর্ডার আবর্তিত হবে। আমাদের পাঁচে-ছয়ে ফিক্সড পারফরমার আছে। এর বাইরে মিঠুনও বিবেচনায় আছে। সেও ছয়ে খেলার যোগ্য।’

এসময় মাশরাফির কথায় ইঙ্গিত পাওয়া যায় মূলত ফর্মের চূড়ায় থাকার কারণে ইমরুল, লিটন বা সৌম্যর কাউকেই বাদ দেয়া যায়নি। এছাড়া ওপেনিং জুটিতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন তৈরি করার লক্ষ্যেই আগের সিরিজে ইমরুল ওপেনিংয়ে নেমে ভালো করলেও এবার তাকে তিনে নামিয়ে উদ্বোধনের দায়িত্ব দেয়া হয়েছে লিটনের কাঁধে।

মাশরাফি বলেন, ‘ইমরুল আগের সিরিজে প্রায় সাড়ে তিনশ (৩৪৯) রান করেছে। আগের সিরিজে এতো ভালো করা কাউকে পরের সিরিজেই বাদ দেয়া কঠিন। তাই ইমরুলকে খেলানো হয়েছে। আর লিটনকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পাঠানো হয়েছে মূলত ডানহাতি-বাহাতি কম্বিনেশনের কারণে। এজন্যই মূলত ইমরুলকে তিনে খেলানো।’

‘এছাড়া দেখেন পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত আমাদের ফিক্সড পারফরমার আছে। সাকিব তিনে ভালো খেলছিল, রানও করছিল। কিন্তু এখন সাকিব পাঁচে নেমে গেলে ব্যাটিং গভীরতা বাড়ে। এটাও তাকে নিচে নামিয়ে আনার কারণ।’ – আরও বলেন মাশরাফি।

এআরবি/এসএএস/পিআর


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution