• রাত ৪:২৩ মিনিট শনিবার
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
Haircare: চুলে পেঁয়াজের রস লাগানো কেন উপকারি? কী ভাবে লাগাবেন

Haircare: চুলে পেঁয়াজের রস লাগানো কেন উপকারি? কী ভাবে লাগাবেন

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম আপনার কি চুল পাতলা হয়ে গিয়েছে? কিংবা পড়ে যাচ্ছে? তা হলে পেঁয়াজের রস লাগান। হালের গবেষণা বলছে, পেঁয়াজের রসে আছে এমন উপাদান, যা চুল বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও, পেঁয়াজের রসের অন্য অনেক গুণ আছে।

১) পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে।

কী ভাবে লাগাবেন? পেঁয়াজ ছেঁচে রস বার করে নিন। তার পরে তিন চা চামচ রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। চুল ও মাথার তালুতে ভাল করে মাখিয়ে রাখুন সেই মিশ্রণ।

২) পেঁয়াজে রয়েছে প্রদাহ রোধ করতে পারার ক্ষমতা। মাথায় চুলকানির ভাব কমাতে সাহায্য করে। তালু শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস তা কমায়।

কী ভাবে লাগাবেন? দুই টেবল চামচ পেঁয়াজের রস এবং আধ টেবল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন। কিংবা তিন টেবল চামচ পেঁয়াজের রস ও পাঁচ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন এক চা চামচ লেবুর রসের সঙ্গে। এর যে কোনও একটি মাথায় লাগানোর পরে কুড়ি মিনিট রেখে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন।

 

৩) বয়সের আগেই চুলে টাক পড়ে যাচ্ছে? পেঁয়াজের রস সেই সমস্যারও সমাধান করতে পারে। গবেষণার মাধ্যমে সমীক্ষা করে দেখা গিয়েছে, এর মাধ্যমে সুফল পেয়েছেন অনেকেই।

কী ভাবে লাগাবেন? এ ক্ষেত্রে পেঁয়াজের রস চুল উঠে যাওয়া জায়গাটায় দিনে দু’বার করে লাগান। তা হলেই সমস্যা থেকে মু্ক্তি মিলবে।

 

৪) মাথায় খুশকি থাকলে চুল হয়ে যায় প্রাণহীন। পেঁয়াজের রসে রয়েছে এমন উপাদান, যা মাথার কোনও ধরনের ত্বকের সংক্রমণকেও প্রতিহত করতে পারে। তাই যদি খুশকির সমস্যায় ভোগেন, হাতের কাছেই রয়েছে পেঁয়াজের টোটকা!

কী ভাবে লাগাবেন? দুই টেবল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভাল করে মাখিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

পেঁয়াজের রস মাথায় লাগালে একটা দুশ্চিন্তা হয়। সব শেষেও পেঁয়াজের গন্ধ যাবে তো! হাল্কা শ্যাম্পুতেও যদি গন্ধ না যায়, তা হলে স্নান শেষে এক কাপ জলে অ্যাপলসাইডার ভিনিগার দিয়ে চুল ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না!


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution