• বিকাল ৫:৪৩ মিনিট মঙ্গলবার
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল
৩দিন বিদ্যুৎ বিহীন সোনারগাঁয়ে ব্যবসা বানিজ্যের ক্ষতি

৩দিন বিদ্যুৎ বিহীন সোনারগাঁয়ে ব্যবসা বানিজ্যের ক্ষতি

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় টানা তিন দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুত না থাকায় ব্যবস্যা বানিজ্যের চরম ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক ব্যবসায়ী ও শিল্প মালিকরা।  তারা অভিযোগ করে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সাবস্টেশনের কাজ করার জন্য বিদ্যুৎ না থাকার ফলে মার্কেট, ব্যবসা-বানিজ্য ও কল কারখানা বন্ধ থাকায় কয়েক কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন তারা। অপরদিকে পল্লী বিদ্যুত সমিতি জানান, হঠাৎ করে একটি সাবস্টেশন নির্মানের জন্য গত ৩দিন ধরে তাদের দিনেন বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

জানাগেছে, গত মঙ্গলবার দিনের বেলা সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মোগরাপাড়া চৌরাস্তা, পৌরসভা, বারদি, নোয়াগাঁও এলাকার কিছু অংশে সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকার ঘোষনা দেন। এতে বুধবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখে। ওইদিন বিকেলে আবার তারা পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎ থাকবেনা বলে আবার মাইকিং করে এতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ থাকে। এমতাবস্থায় শুক্রবার সকাল থেকেও তারা বিদ্যুৎ বন্ধ করে রাখে। এতে বিপাকে পড়ে মোগরাপাড়া চৌরাস্তার বিপুনী বিতান, মার্কেট ও ছোটখাটো কারখানাগুলো। ৩দিন টানা দিনের বেলা বিদ্যুৎ না থাকার কারণে তারা মার্কেট খুলে বসে থাকলেও সারাদিন দেখা মেলেনি ক্রেতা সাধারনের। বিশেষ করে মোবাইল মার্কেট ও ইলেকট্রিক দোকানগুলো পড়ে বিপাকে বিদ্যুৎ না থাকায় তারা সারা দিন কোন বেচা বিক্রি করতে পারেনি। এতে ৩দিনে তারা বিপুল পরিমান লোকসানের মুখে পড়ে। অপরদিকে বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদনে যেতে পারিনি শিল্প-মালিকরা।

সুত্র জানায়, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা একটি গুরুত্বপুর্ন এলাকা। এখানে রয়েছে কয়েকটি শপিংমল, মার্কেট, অফিস আদালত। এরপাশেই রয়েছে কয়েকটি বড় বড় শিল্প কারখানা। গত দিন ধরে মোগরাপাড়া চৌরাস্তাসহ আশরপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকার কারণে এবং ঘন কুয়াসা ও শীত থাকার কারণে খুলতে পারিনি মার্কেটগুলো। যেগুলো খুলেছে সেগুলোতেও দেখা মেলিনি ক্রেতাদের। অপরদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিল্প মালিকরা যতটুকু পেরেছে তাদের রিজস্ব জেনারেটন দিয়ে উৎপাদন চালিয়েছে বাকি সময়গুলোতে তারা শ্রমিকদের বসিয়ে রেখে মজুরী দিয়েছে। এতে করে গত ৩ দিনে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

মোগরাপাড়া চৌরাস্তার ইলেকট্রিক দোকানদার মনির হোসেন জানান, তার দোকানে কোটি টাকার মালামাল রয়েছে। শ্রমিক রয়েছে ৬জন, দোকান ভাড়া মাসে ৫০ হাজার টাকা সেই হিসেবে প্রতিদিন তার শ্রমিক, ইলেকট্রিক বিল ও দোকান ভাড়াসহ দিনে ১০ হাজার টাকা খরচ আছে। গত ৩দিন ধরে বিদ্যুৎ থাকায় তার অনেক টাকার ক্ষতি হয়েছে।

সোনারগাঁ পল্লী সমিতির জোনাল ম্যানেজার গোলাম আলী জানান, সোনারগাঁ উপজেলার টিরদি এলাকায় জরুরী ভিত্তিতে একটি নতুন সাবস্টেশন নির্মাণ করার জন্য জরুরী গত দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। এই সাবস্টেশন নির্মাণ করার ফলে আশপাশের বিদ্যুতের খুঁটি তুলে সেগুলোকে আবার নতুন জায়গায় স্থানান্তর করতে হচ্ছে। সে কারণে বাধ্য হয়ে গত ৩দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এই কাজের জন্য আরো কয়েকদিন ঘন্টা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। সে জন্য সবাইকে সহযোগিতার কামনা করেছেন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution