• বিকাল ৩:৪১ মিনিট বুধবার
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম
সিদ্ধিরগঞ্জে মাইকিং করলেও করােনায় মারা যাওয়াতে জানাযাতে আসেনি এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জে মাইকিং করলেও করােনায় মারা যাওয়াতে জানাযাতে আসেনি এলাকাবাসী

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে করােনায় মারা যাওয়া দুইজনের জানাযার নামাজে এলাকার কেউ উপস্থিত হননি। একজনের জানাযাতে এসেছিলেন ২ জন আর অপজনের জানাযাতে ৫ জন। অথচ তাদের একজন ছিলেন প্রচুর ধনী ব্যক্তি ও অপরজন ছিলেন নারী। টিম খােরশেদের একজন সদস্য এ সংক্রান্ত একটি ছবি পােস্ট করেন ফেসবুকে। সেখানে দেখা যায় বিশাল ঈদগাহ মাঠের মাঝে একটি কফিন। পাশে একজন লােক দাঁড়ানাে আর কেউ নাই ।

খোঁজ নিয়ে জানা গেছে , সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া নিবাসী রফিকুল ইসলাম ( ৭৫ ) করােনা আক্রান্ত হয়ে ৩ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের ইস্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খােরশেদের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মরদেহ বুঝে নেন। নেওয়া হয় এলাকাতে । সেখানে মাইকিং করা হয়েছিল। কিন্তু পরিবারের ২ জন ছাড়া আর কেউ আসেনি। মরদেহ যখন মাহমুদপুর ঈদগাহ মাঠে রাখা হয় সেখানেও লাশের আশেপাশে কেউ আসেনি। পাহারা দিতে হয়েছে টিম খােরশেদের লােকজনদেরকে প্রায় আধাঘণ্টা পর যে বাড়ির মালিক সে বাড়ির নিচে নেওয়া হলেও ভাড়াটিয়ারাও আসেনি। অথচ রফিকুল ইসলাম এলাকাতে ধনী লােক হিসেবেই খ্যাত ছিলেন । পরে টিম খােরশেদের লােকজন তাকে কান্দাপাড়া কবরস্থানে নিয়ে দাফন করেন ।

অপরদিকে সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড সৈয়দ পাড়া নিবাসী সালমা বেগম ( ৬৫ ) করােনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ করােনা ডেডিকেটেড হাসপাতালে রােববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সােমবার সকালে মরহুমার পরিবারের আহবানে মরহুমাকে মাসদাইর কবরস্থানে গােসল শেষে এলাকার ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে এলাকাতে মাইকিং করা হয়েছিল। কিন্তু পরিবারের ৫ জন ছাড়া আর কেউ আসেনি ।

দাফনে ছিলেন টিম খােরশেদ এর স্বেচ্ছাসেবক রানা মজিব , হাফেজ শিব্বির , আনােয়ার হােসেন , সুমন দেওয়ান , মােঃ শহীদ , শফিউল্লাহ রনি ও নাইম মােল্লা । তারা জানান , শুধু জানাযা নয় বরং দাফনের সময়েও কেউ ছিলেন না । পরিবারের ৪-৫জন থাকলেও তারা ছিলেন মরদেহ থেকে অনেক দূরে । গত বছর করােনার শুরুতে এ অবস্থা ছিল । বাবার লাশ ধরেনি সন্তানেরা । মায়ের লাশ ছুয়নি কেউ । বাবা মায়ের লাশ থেকে দূরে ছিল পরিবারের লােকজনও । মাঝখানে মানুষ সাহসী হয়ে করােনায় মৃতদের জানাযায় মােটামুটি আগ্রহ নিয়ে অংশ নিলেও বর্তমানের ডেল্টা ভ্যারিয়সনে । আবারাে মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পরেছে । এখন আবার করােনা শুরুর দিকে যেমন দাফন জানাযায় মানুষ ভয়ে শরীক হতাে না , তেমনি পরিবেশের সৃষ্টি হচ্ছে ।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution