• দুপুর ১২:৫৫ মিনিট রবিবার
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল
সোনারগাঁয়ে কমছে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় ৩ জন

সোনারগাঁয়ে কমছে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় ৩ জন

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ একদিনে আরো ৩ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।  সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী আজ রবিবার দুপুরে পাওয়া তথ্যে ৩২ জনের নমুনা পরিক্ষা করে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।নমুনা সংগ্রহের তুলনায় ৯.৩ শতাংশ। নতুন করে আরো ৪৫ জন

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ১৩ ফেব্রয়ারী রবিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ৩২ জনের নমুনা পরিক্ষা করে ৩ জন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪৫ জন।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ৩০৫৩ জন, সুস্থ হয়েছেন ২৯১১ মারা গেছেন ৬৯ জন।

নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৩২ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ ও ২৯ জননেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাদিরগঞ্জ, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তালতলা, জামপুর।

➖ নেগেটিভের তালিকা : –

১. মোঃ আব্দুল সাত্তার, ৫৫ বছর
মিস্ত্রী পাড়া, বারদী।
২. ইউনুস মিয়াঁ, ৪৫ বছর
ভবনাথপুর, আমিনপুর।
৩. রাজু, ২০ বছর
ভাটিবন্দর, পিরোজপুর।
৪. তাহির উদ্দিন, ৪৪ বছর
ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিঃ, পিরোজপুর।
৫. এনায়েত, ৪১ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৬. কাশেম, ৫৯ বছর
ছনকান্দা, সনমান্দী।
৭. সবুজ, ২১ বছর
টিপর্দী, আমিনপুর।
৮. শামীম, ২৫ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৯. আব্দুল হক, ৩০ বছর
মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
১০. জামান, ৪০ বছর
যাত্রাবাড়ী, সনমান্দী।
১১. পলাশ, ২৩ বছর
যাত্রাবাড়ী, সনমান্দী।
১২. সুখ চরণ, ১৮ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১৩. শ্যামল, ২৩ বছর
যাত্রাবাড়ী, সনমান্দী।
১৪. সেলিম, ১৯ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১৫. নাদিম, ২৩ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১৬. তরিকুল, ১৭ বছর
যাত্রাবাড়ী, সনমান্দী।
১৭. মরিয়ম, ৪৫ বছর
লাহাপাড়া, আমিনপুর।
১৮. বিল্লাল, ৩৬ বছর
নয়াপুর, সাদীপুর।
১৯. শহীদুল, ৬০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২০. নাজমুল, ২৮ বছর
গোয়ালদী, আমিনপুর।
২১. আয়েশা, ১৯ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
২২. রাজিম, ২০ বছর
সাদীপুর, সাদীপুর।
২৩. আলী মিয়াঁ, ৬১ বছর
দুধঘাটা, পিরোজপুর।
২৪. শুভ দত্ত, ৪২ বছর
সাহাপুর, আমিনপুর।
২৫. সামিয়া, ১৭ বছর
দরপত, আমিনপুর।
২৬. মনির, ২০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৭. খাইরুল, ২২ বছর
বাড়ী চিনিশ, মোগরাপাড়া।
২৮. শাহ জাহান, ৪২ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
২৯. ইয়ামিন, ২০ বছর
মহজমপুর, জামপুর।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ১০ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৪৫ জন সুস্থতা লাভ করেছেন:-

১. পঙ্কজ, ৩৪ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২. আলী নূর, ১৪ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৩. ঈশিতা, ২২ বছর
বাণীনাথপুর, আমিনপুর।
৪. রানা শিকদার, ২১ বছর
নয়াপুর, সাদীপুর।
৫. বখতিয়ার, ২২ বছর
টিপর্দী, আমিনপুর।
৬. সুমন আলী, ৩১ বছর
টিপর্দী, আমিনপুর।
৭. শামীমা, ৩৬ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৮. সানজিদা, ১৫ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৯. সানজিদা, ১৮ বছর
ভাগলপুর, মোগরাপাড়া।
১০. মাহিদুল ইসলাম, ৪০ বছর
ভবনাথপুর, আমিনপুর।
১১. মোঃ নাহিম, ২২ বছর
বাংলাদেশ মেঘনাঘাট ৭১৮ MW CCPP, পিরোজপুর।
১২. মোঃ শুভ, ২২ বছর
ঝাউচর, পিরোজপুর।
১৩. আরিফ হোসেন, ২৫ বছর
উত্তর পাড়া, কাঁচপুর।
১৪. সুজা মিয়াঁ, ২১ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৫. মোঃ নাসির উদ্দিন, ৪৫ বছর
মেঘনা ঘাট, পিরোজপুর।
১৬. আমিমুল আহসান, ৩৯ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১৭. সুমা, ১৮ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৮. শরীফুল, ২৪ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
১৯. আব্দুল্লাহ, ১৫ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
২০. রায়হান, ১৬ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
২১. রুমকি, ৪০ বছর
সাহাপুর, আমিনপুর।
২২. আফরোজা, ৩৬ বছর
লাহাপাড়া, আমিনপুর।
২৩. আল-আমিন, ৩৮ বছর
ভবনাথপুর, আমিনপুর।
২৪. মোনায়েম, ১৮ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৫. মোমেনা, ২৩ বছর
নয়াপুর, সাদীপুর।
২৬. তন্ময়, ১৪ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
২৭. নুরুল ইসলাম, ৪১ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
২৮. সালমা, ৩৫ বছর
চেঙ্গাকান্দি, পিরোজপুর।
২৯. ফাতিউল, ২৭ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
৩০. জিলক্বদ হোসেন, ২৭ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
৩১. জাহানারা, ৪২ বছর
মুগার চর, শম্ভুপুরা।
৩২. জান্নাতুল ফিজা, ২১ বছর
সাহাপুর, আমিনপুর।
৩৩. মনির, ৩৫ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩৪. মোসাঃ নাসিমা বেগম, ৩৩ বছর
সোনাপুর, কাঁচপুর।
৩৫. ইকবাল হোসেন, ৩২ বছর
নয়াবাড়ী, কাঁচপুর।
৩৬. মৌসুমী, ২১ বছর
সোনাপুর, কাঁচপুর।
৩৭. ফরহাদ মোল্লা, ৩৭ বছর
সাদীপুর, সাদীপুর।
৩৮. জুয়েল রানা, ২৬ বছর
তালতলা, জামপুর।
৩৯. পৃথ্বী বর্ধন, ৩০ বছর
নানাখী, সাদীপুর।
৪০. গোলাপ তারা, ৬০ বছর
আলমদী, বারদী।
৪১. রাব্বী, ১৫ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৪২. Bai Shuhai, ৪৬ বছর
ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিঃ, পিরোজপুর।
৪৩. Cheng Changshui, ৩২ বছর
ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিঃ, পিরোজপুর।
৪৪. Jiang Zhigang, ৪৫ বছর
ইউনিক মেঘনা ঘাট পাওয়ার লিঃ, পিরোজপুর।
৪৫. শাহীনুর, ২৫ বছর
বাংলাবাজার, সনমান্দী।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ৩০৫৩ জন (মৃত্যু-৬৯ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৯১১ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution