• সকাল ৮:৩৩ মিনিট সোমবার
  • ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল
সোনারগাঁয়ে করোনার একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২

সোনারগাঁয়ে করোনার একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজও ৬১ জনের নমুনা পরিক্ষা করে ৩২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এছাড়া একদিনে আরো ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ২৬ জন।

শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ৫২ শতাংশ।

তিনি জানান,  শনিবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ৬১ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ৩২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নতুন কর  মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে ৬৫ বছরের একজন পুরুষ কোভিট-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। একদিনে আক্রান্তরা হলেন, ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মনাইরকান্দি, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাকান্দি,সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –টিপরদি,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –শম্ভুপুরা,শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাদিপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –ভাটিবন্দর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- দত্তপাড়া,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া,বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চরকামালদি,নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –মাধবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- হাড়িয়া, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গোবিন্দপুর, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- খংসারদি, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –আলমদি, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- পিরোজপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –দৌলরদি,বারদি।
৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- চিলারবাগ,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –হামসাদি,বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –লাহাপাড়া,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কলতাপার,জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –পরমেশ্বরদী, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- দিঘীচানপুর, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –দূর্গাপ্রসাদ, শম্ভুপুরা।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৩০৭ সুস্থ হয়েছেন ১৮৬৫ ও মৃত্যুবরন করেছেন ৫১ জন।

নিম্মে স্বাস্থ্য বিভাগের তথ্য দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৬১ জনের ফলাফল অনুযায়ী ৩২ জন COVID-19 পজিটিভ ও ২৯ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মনাইরকান্দি, শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাকান্দি,সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ –টিপরদি,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –শম্ভুপুরা,শম্ভুপুরা।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –তাজপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাদিপুর, সাদিপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –ভাটিবন্দর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- দত্তপাড়া,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাড়িয়া,বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চরকামালদি,নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –মাধবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- হাড়িয়া, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গোবিন্দপুর, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- খংসারদি, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –আলমদি, সনমান্দি।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- পিরোজপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –দৌলরদি,বারদি।
৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- চিলারবাগ,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –হামসাদি,বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –লাহাপাড়া,আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- কলতাপার,জামপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –পরমেশ্বরদী, নোয়াগাঁও।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নিউটাউন,পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- দিঘীচানপুর, বৈদ্যেরবাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা –দূর্গাপ্রসাদ, শম্ভুপুরা।

➖ নেগেটিভের তথ্য : –

১. সুমাইয়া,১৩ বছর
মদনপুর, বন্দর।
২. খুশবু,৪ বছর
কৃষ্নপুরা, আমিনপুর।
৩. কাশেম,৫৫ বছর
নয়ামাটি,আমিনপুর।
৪. তুলি,২১ বছর
রতনপুর, পিরোজপুর।
৫. কুদ্দুস,৬০ বছর
বস্তল,জামপুর।
৬. সালেহা,৫০ বছর
গোয়ালদি, আমিনপুর।
৭. তারেক,৩৪ বছর
ইসলামপুর, পিরোজপুর।
৮. খাদিজা,৫৫ বছর
হলদাবাড়ি,সাদিপুর।
৯. সাদিয়া,১৬ বছর
হাতকোপা, আমিনপুর।
১০. বৃষ্টি,২৩ বছর
লাদুরচর, নোয়াগাঁও।
১১. গোলজার,৬০ বছর
শিংরাব,সাদিপুর।
১২. রিজিয়া,২৩ বছর
বালুয়াকান্দি,গজারিয়া।
১৩. মুক্তি,৩৬ বছর
কাঁচপুর, কাঁচপুর।
১৪. স্বাধিন,৩২ বছর
নয়াপুর, সাদিপুর।
১৫. জাকিয়া,২৪ বছর
কোম্পানিগঞ্জ, মোগরাপাড়া।
১৬. সাত্তার,৬৫ বছর
হামসাদি, বৈদ্যেরবাজার।
১৭. নয়ন,২১ বছর
হামসাদি,বৈদ্যেরবাজার।
১৮. মিতু,২১ বছর
সনমান্দি, সনমান্দি।
১৯. আইরিন,২৪ বছর
চরগোয়ালদি, পিরোজপুর।
২০. মতিন,৬৫ বছর
নুনেরটেক, বারদি।
২১. আমিনুল ইসলাম,৬০ বছর
গোয়ালদি, আমিনপুর।
২২. নাসরিন,৩৬ বছর
জয়রামপুর, আমিনপুর।
২৩. আকরাম,৩৩ বছর
টেংগারচর, গজারিয়া।
২৪. সৈকত,২৪ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
২৫. শারমিন,৩৫ বছর
ভট্টপুর, আমিনপুর।
২৬. সাজু,২২ বছর
কাঁচপুর, কাঁচপুর।
২৭. রিয়াজ,২৬ বছর
মংগলেরগাঁও, পিরোজপুর।
২৮. শফিকুল,২৭ বছর
দূর্গাপ্রসাদ, শম্ভুপুরা।
২৯. হালিমা,৫৫ বছর
রায়পুর, বৈদ্যেরবাজার।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২৮ জন সুস্থতা লাভ করেছেন :-

১. মনসুর বিল্লাহ, ২৮ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
২. নাসির উদ্দিন, ৪২ বছর
কলতাপাড়া, জামপুর।
৩. শুক্কুর আলী, ৬০ বছর
দামোদরদী, বৈদ্যের বাজার।
৪. লোকমান হোসেন, ৩৮ বছর
কুতুবপুর, কাঁচপুর।
৫. জহিরুল ইসলাম, ৪০ বছর
ইছাপাড়া, আমিনপুর।
৬. রহমত আলী, ৪২ বছর
রহমতপুর, মোগরাপাড়া।
৭. আমেনা, ৪৫ বছর
দরপত, আমিনপুর।
৮. ওমর ফারুক, ২৭ বছর
ইসলামপুর, পিরোজপুর।
৯. মাহবুব-এ-রাব্বী, ৩৫ বছর
বসুরবাগ, আমিনপুর।
১০. জাকির, ৩০ বছর
ঝাউচর, পিরোজপুর।
১১. আকাশ, ২৪ বছর।
নয়াগাঁও, পিরোজপুর।
১২. মিজানুর, ৫৫ বছর
আমিনপুর, আমিনপুর।
১৩. শামসুন্নাহার, ৩১ বছর
কাজীরগাঁও, শম্ভুপুরা।
১৪. প্রত্যাশা, ৯ বছর
কাজীরগাঁও, শম্ভুপুরা।
১৫. পাখি, ২৮ বছর
ললাটি, কাঁচপুর।
১৬. আফসানা, ৩৫ বছর
ফুলবাড়ীয়া, মোগরাপাড়া।
১৭. আমজাদ, ৩৭ বছর
দলরদী, বারদী।
১৮. তিলা, ২৪ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
১৯. হেনা, ৫০ বছর
বানিয়াবাড়ী, সাদীপুর।
২০. মোঃ আলী, ৬৫ বছর
ভারগাঁও, সাদীপুর।
২১. নূরজাহান, ৬০ বছর
ভারগাঁও, সাদীপুর।
২২. মিরাজুল, ২০ বছর
আমিনপুর, আমিনপুর।
২৩. প্রিয়া, ২৪ বছর
বালুয়া দীঘির পাড়, আমিনপুর।
২৪. রবিউল, ২৭ বছর
বড় চেঙ্গাইন, কাঁচপুর।
২৫. শাহাবুদ্দিন, ২৯ বছর
ইছাপাড়া, আমিনপুর।
২৬. সুমাইয়া, ২৪ বছর
মছলন্দপুর, বারদী।
২৭. কামরান, ৩৩ বছর
আদমপুর, আমিনপুর।
২৮. শাহরিয়ার, ৩২ বছর
লাহাপাড়া, আমিনপুর।

***মৃত্যুর তথ্য :-

৬৫ বছর বয়সী একজন পুরুষ (কামারগাঁও, মোগরাপাড়া) গত ৩১.০৭.২০২১ খ্রিঃ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জে নমুনা প্রদান করেন এবং ০৩.০৮.২০২১ খ্রিঃ তারিখে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁর কোভিড-১৯ পজিটিভ আসে। পরবর্তীতে, গত ০৬.০৮.২০২১ খ্রিঃ তারিখে বিকাল ০৬:০০ টায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী– ২৩০৫ জন (মৃত্যু-৬১ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ১৮৬৮ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution