• দুপুর ১২:২৮ মিনিট রবিবার
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল
সোনারগাঁয়ে করোনায় ১ নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৭ ও সুস্থ ৫০ জন

সোনারগাঁয়ে করোনায় ১ নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৭ ও সুস্থ ৫০ জন

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে আজ একদিনে আরো ৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।  সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী আজ বুধবার দুপুরে পাওয়া তথ্যে ৪১ জনের নমুনা পরিক্ষা করে ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।নমুনা সংগ্রহের তুলনায় ১৭ শতাংশ। এছাড়া ৭০ বয়সী এক নারী মৃত্যুবরন করেছেন। নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাবরিনা হক জানান, আজ ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ৪১ জনের নমুনা পরিক্ষা করে ৬ জন পুরুষ ও ১ জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যুবরন করেছেন ১ জন ৭০ বছরের মহিলা।সুস্থ হয়েছেন ৫০ জন।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা রোগী সনাক্তের সংখ্যা ৩০৩৪ জন, সুস্থ হয়েছেন ২৭৯০ মারা গেছেন ৬৯ জন।

নিম্নে স্বাস্থ্য কমপ্লক্সের তথ্য নিম্নে দেয়া হলো: সর্বশেষ প্রাপ্ত ৪১ জনের ফলাফল অনুযায়ী ৭ জন COVID-19 পজিটিভ ও ৩৪ জননেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : –

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – প্রতাপের চর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – টিপর্দী, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – জৈনপুর, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাদীপুর, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পাঁচ আনী, পিরোজপুর।

➖ নেগেটিভের তালিকা : –

১. মোয়াজ, ৫ বছর
উলুকান্দি, বৈদ্যের বাজার।
২. আবু সাঈদ, ১৯ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৩. রাকিবুল, ১৮ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৪. তহিরুন, ৬০ বছর
চালিভাঙ্গা, মেঘনা, কুমিল্লা।
৫. সুমা, ২৬ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৬. হাবিবুর, ২৪ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৭. কাজল, ২২ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৮. জাহিদ, ২৩ বছর
দুধঘাটা, পিরোজপুর।
৯. সাগর, ২১ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১০. ইউনুস, ২২ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১১. মাহফুজ, ২৮ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১২. মোজাম্মেল, ২৬ বছর
দুধঘাটা, পিরোজপুর।
১৩. সুমা আক্তার, ৩৩ বছর
কৃষ্ণনগর, আমিনপুর।
১৪. কালাম, ২৮ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১৫. আজিজ, ২৩ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১৬. কবির, ২২ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১৭. মোতাহার, ২৪ বছর
প্রতাপের চর, পিরোজপুর।
১৮. রুমা, ৪০ বছর
তিলাব, জামপুর।
১৯. সুরিয়া, ৩৫ বছর
নলচর, মেঘনা, কুমিল্লা।
২০. শহীদুল, ২৫ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২১. সুইটি, ২৫ বছর
উদ্ধবগঞ্জ, আমিনপুর।
২২. ইকবাল, ৩২ বছর
কাঁচপুর, কাঁচপুর।
২৩. সোহেল, ২২ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
২৪. হাওয়া বিবি, ৫৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
২৫. কবির হোসেন, ২৬ বছর
সুখের টেক, কাঁচপুর।
২৬. কাশেম, ৪৫ বছর
ঝাউচর, পিরোজপুর।
২৭. হান্নান, ৩৭ বছর
নয়াচর, পিরোজপুর।
২৮. রাবেয়া বেগম, ৬০ বছর
নয়াপুর, সাদীপুর।
২৯. খাদিজা, ৩৭ বছর
পিরোজপুর, পিরোজপুর।
৩০. ইকবাল হোসেন, ৪৭ বছর
চরপাড়া, নোয়াগাঁও।
৩১. মাসুমুর রহমান, ৪২ বছর
দড়িপাড়া, নোয়াগাঁও।
৩২. বৃদ্দা মিয়াঁ, ১৭ বছর
ভাটের চর, গজারিয়া, মুন্সীগঞ্জ।
৩৩. ইমরান, ৩৫ বছর
ভবের চর, গজারিয়া, মুন্সীগঞ্জ।
৩৪. সুলতানা, ২৩ বছর
মদনপুর, বন্দর।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৯ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৫০ জন সুস্থতা লাভ করেছেন:-

১. নাসির, ২৫ বছর
চান্দের চক, পিরোজপুর।
২. তারিকুল, ৩২ বছর
মোগরাপাড়া, মোগরাপাড়া।
৩. ঐশী, ২১ বছর
দৈলেরবাগ, আমিনপুর।
৪. শ্যামলী, ২৫ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৫. শাহিনুর রহমান, ৪৪ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৬. সালাউদ্দিন, ৩০ বছর
হাতকোপা, আমিনপুর।
৭. তারিক আব্দুল্লাহ, ১ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
৮. খাদিজা আক্তার, ১৯ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
৯. সীমা খাতুন, ৩৬ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
১০. তাসলিমা, ২৭ বছর
চান্দের পাড়া, বারদী।
১১. শামীমা, ১৮ বছর
আনন্দ বাজার, বৈদ্যের বাজার।
১২. উম্মে হানী, ৩০ বছর
বারদী, বারদী।
১৩. হাসিবুর রহমান, ২৮ বছর
দত্তপাড়া, আমিনপুর।
১৪. রমজান, ৬৩ বছর
সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১৫. জিয়াবুল, ৪৭ বছর
মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
১৬. আল আমিন, ৩৮ বছর
এলাহীনগর, শম্ভুপুরা।
১৭. তাহজীব ইসলাম, ৩১ বছর
কুতুবপুর, কাঁচপুর।
১৮. মোঃ ফারুল, ৩৪ বছর
কুতুবপুর, কাঁচপুর।
১৯. জুয়েল সরকার, ৩২ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২০. তানবীর, ৩১ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২১. মোঃ ইরান হোসেন, ৩৪ বছর
কুতুবপুর, কাঁচপুর।
২২. খালেদ হাসান, ২৯ বছর
নিউ টাউন, পিরোজপুর।
২৩. মোকসেদুল, ২৩ বছর
সোনাপুর, কাঁচপুর।
২৪. কামাল উদ্দিন, ২৭ বছর
নয়াপুর, সাদীপুর।
২৫. হাসনা হেনা, ৪৫ বছর
রহমতপুর, মোগরাপাড়া।
২৬. ওহিদুজ্জামান, ২৬ বছর
ঝাউচর, পিরোজপুর।
২৭. ফাতেমা, ২০ বছর
সনমান্দী, সনমান্দী।
২৮. আরশাদ, ৫০ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
২৯. সূবর্ণা, ১৮ বছর
খামারগাঁও, বৈদ্যের বাজার।
৩০. নুরুল হক, ৪৩ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৩১. ইমরান, ১৮ বছর
ভট্টপুর, আমিনপুর।
৩২. আসমা আক্তার, ৩৮ বছর
বড় চেঙ্গাইন, কাঁচপুর।
৩৩. আনোয়ারা বেগম, ৬০ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩৪. আব্দুল মান্নান সানি, ২৬ বছর
সূচেরগাঁও, মোগরাপাড়া।
৩৫. নুরুল হক, ৩২ বছর
আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
৩৬. ফাতিমা বিনতে হোসেন, ২৪ বছর
হরিগঞ্জ, বৈদ্যের বাজার।
৩৭. সাবিকুন্নাহার পলিন, ২১ বছর
আষাঢ়িয়ার চর, পিরোজপুর।
৩৮. এনামুল, ২৩ বছর
নয়াপুর, সাদীপুর।
৩৯. দীপা, ১৭ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৪০. ফরিদা, ২৫ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৪১. কনক, ২৫ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৪২. সুমাইয়া, ২০ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৪৩. মাসুদা বেগম, ৫০ বছর
বেহাকৈর, কাঁচপুর।
৪৪. রহিমা আক্তার, ৫০ বছর
বেহাকৈর, কাঁচপুর।
৪৫. মোঃ হাসান, ২১ বছর
কোরবানপুর, পিরোজপুর।
৪৬. মোঃ আসাদ উল্লাহ, ২৭ বছর
কুতুবপুর, কাঁচপুর।
৪৭. বাবু, ৩০ বছর
তালতলা, জামপুর।
৪৮. চয়ন পাল, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৪৯. আরশিয়া, ২ বছর
হাড়িয়া, বৈদ্যের বাজার।
৫০. ফিরোজ, ২২ বছর
কাঁচপুর, কাঁচপুর।

*** মৃত্যুর তথ্য :-

৭০ বছর বয়সী ১ জন মহিলা (আলগীর চর, বারদী) ২৫.০১.২০২২ খ্রিঃ তারিখে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নমুনা প্রদান করেন এবং ২৭.০১.২০২২ খ্রিঃ তারিখে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁর ফলাফল COVID-19 পজিটিভ আসে এবং ২৭.০১.২০২২ খ্রিঃ তারিখেই নিজ বাড়ীতে সকাল ১১:০০ টায় মৃত্যুবরণ করেন।

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী – ৩০৩৪ জন (মৃত্যু-৬৯ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন– ২৭৯০ জন।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution