• ভোর ৫:৩২ মিনিট বুধবার
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ
পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত ছেলেরাই বাবার দায়িত্ব নিলেন

পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত ছেলেরাই বাবার দায়িত্ব নিলেন

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ অবশেষে বৃদ্ধ বন্দর আলীর দায়িত্ব নিয়েছে তার সন্তানেরা। নয়াদিগন্তে সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলে সোনারগাও থানার এসআই আবুল কালাম আজাদ ও স্থানীয় মেম্বার মোশাররফ হোসেনের উদ্যোগে থানার পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বারের বাড়িতে সালিশের আয়োজন করা হয়। সেখানে বৃদ্ধ বন্দর আলীকে আর কোন কষ্ট দিবে না এবং ভরনপোষণ ঠিকমত করবে এমন মুচলেকা দেন তার সন্তানরা।

স্থানীয় মেম্বার মোশাররফ হোসেন জানান, বৃদ্ধ বন্দর আলীর মুলত বয়স ১০৮ বছর। তার তিন স্ত্রী এবং ৮ সন্তান। এক মাস আগে তার তৃতীয় স্ত্রী ফুল বাহার মারা যান। এর আগে তার প্রথম স্ত্রী আলবাহার ও ২য় স্ত্রী সাজেমুন মারা যান। প্রথম স্ত্রীর ঘরে তার পুত্র মোতালেব (৬২) মান্নান (৬০) এবং কন্যা মোমেনা (৫৫) জন্ম নেন। ২য় স্ত্রী সাজেমুনের সংসারে আব্দুল জব্বার (৫২) আব্দুর রহিম (৪৫) ও কন্যা নুরতাজ বেগম (৪০) জন্ম নেন। এবং তৃতীয় স্ত্রী ফুলবাহারের ঘরে আরজুদা (৩৮) এবং ফতেমা (৩৬) নামের দুই কন্যা সন্তান রয়েছে।

মোশাররফ হোসেন আরো জানান, নয়াদিগন্তে সংবাদ প্রকাশের পর থানার দারোগা আবুল কালাম আজাদ তাকে ফোন করেন। বন্দর আলীকে তার পুত্ররা খেতে দেয় না ছেলের বউরা নির্যাতন করে এমন বিষয়টি জানিয়ে সামাজিকভাবে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নিতে বলেন। পরে দারোগা আজাদ এবং আমি আমার বাড়িতে বসে বন্দর আলীর ছেলেদের ডেকে এনে বিষয়টি নিস্পত্তি করে দেই।

তিনি জানান, সালিশে মধ্যে বন্দর আলীর ছেলেরা তার বাবার প্রতি আর কোন নির্যাতন করবে না। ঠিকমত খেতে দিবে এমন মুচলেকা দেয়। এবং সিদ্ধান্ত হয় ছেলে আব্দুর রহিমের কাছে ৬ মাস এবং বাকী ৬ মাস মোতালিব ও আব্দুল জব্বারের কাছে থাকবে। এবং দারোগা আজাদ এবং আমি প্রতিসপ্তাহে বৃদ্ধ বন্দর আলীর জন্য ৫শ’ টাকা প্রদান করবো এমন সিদ্ধান্ত হয়।

মোশাররফ হোসেন আরো জানান, বন্দর আলী অনেক প্রবীণ মানুষ, একসময় এলাকায় মুড়ির ব্যবসা করতো। তার বাড়িতে হাতে ভাজা মুড়ি তৈরী হতো পরে তা স্থানীয় বাজারে বিক্রি হতো। কেউ জিজ্ঞেস করলে তিনি নিজের বয়স লোকজনের কাছে ১২৮ বছর বলেন। দারোগা আজাদের কাছে এটাই বলেছেন তিনি। তবে এলাকার প্রবীণ লোকজন থেকে জানা গেছে তার বয়স মূলত ১০৮ বছর ।

সোনারগা থানার এস আই আবুল কালাম আজাদ জানান, স্থানীয় মেম্বারের বাড়িতে বসে বৃদ্ধ বন্দর আলীর ছেলেরা তার বাবার সাথে আর কখনো জুলুম করবে না এমন মুচলেকা দিয়েছে। তারপর যদি তার বৃদ্ধ বন্দর আলীর ভরণ পোষনের দায়িত্ব না নেয় তা হলে তাহলে এ বৃদ্ধ বাবার দায়িত্ব আমি নিলাম।

তিনি জানান, অবশেষে সেই বৃদ্ধ বাবার মুখে ফুটেছে আনন্দের হাসি। বৃদ্ধ বাবা এখন থেকে থাকবে রাজার হালে, খাওয়া দাওয়া ও থাকার কোন সমস্যা হবে না। কারণ তার ছেলেরা এবং ছেলের বউরা তাদের ভুল বুঝতে পেরেছে। আমিও আজ থেকে হয়ে গেলাম সেই বৃদ্ধ বাবার একজন সন্তান এবং তাকে দেখার শুনার দায়িত্বটা আমার কাধেও নিয়ে নিলাম।

বুধবার নয়াদিগন্তে সংবাদে বলা হয়েছিল, দুই চোখে পানি টলমল। বয়সের ভারে নুজ্য। বন্দর আলী নামের প্রবীণ এ বৃদ্ধ গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গুটি গুটি পায়ে লাঠি ভর দিয়ে এসেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায়। সোনারগাঁও থানার চরভবনাথপুর গ্রামের বাসিন্দা তিনি। থানায় এসে খুঁজতে থাকেন দারোগা আবুল কালাম আজাদকে।

দারোগা আবুল কালাম আজাদকে পেয়ে আবেগ আপ্লুত প্রবীন বন্দর আলী কান্নাজড়িত কন্ঠে বলেন, বাবা তুমি আমাকে বাচাঁও। আমার ছেলে এবং ছেলেদের বউরা আমাকে খাবার দাবার দেয় না এবং কোন খোঁজ খবরও রাখে না উল্টো আমাকে ওরা নির্যাতন করে। মারে । আমাকে খেতে দেয় না।

বৃদ্ধ বন্দর আলীর অভিযোগ পেয়ে দারোগা আজাদ তাকে সাথে করে নিয়ে বন্দর আলীর বাড়ি চরভবনাথপুর গ্রামে। সেখানে গিয়ে দেখেন প্রবীন বন্দর আলীর জীবনের করুন দৈন্যদশা।
দারোগা আজাদ জানান, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে একজন প্রবীন মানুষের শেষ জীবনের নিদারুন কষ্টের দৃশ্য। একটি গোয়াল ঘরের মতো থাকেন বৃদ্ধা বন্দর আলী। পলিথিন দিয়ে ঘেরা ঐ ঘরে তার কাটে দিনাতিপাত।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution