• সকাল ৮:০৭ মিনিট শুক্রবার
  • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন
স্কুল ছাত্রী জেবা হত্যা: পুলিশের সন্দেহের তীর সৎ বাবার দিকে

স্কুল ছাত্রী জেবা হত্যা: পুলিশের সন্দেহের তীর সৎ বাবার দিকে

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ ব্যক্তিগত অর্থে ৩টি ট্রাক কিনেছেন নিহত জেবার মা মানসুরা আক্তার ওরফে ইতি। সেই ট্রাক গুলোর নমনি করা হয় প্রথম সংসারের সন্তান মো. সাব্বির হোসেনকে। আর এ নিয়ে দ্বিতীয় স্বামী ফজলুল করিমের সাথে সৃষ্টি হয় কলহের। এক পর্যায়ে সেই কলহই রূপ নেয় ‘ জান্নাতুল জেবা’ হত্যাকান্ডের।

সোববার (১৪ অক্টোবর) সকালে সোনারগাঁয়ের জান্নাতুল জেবার হত্যা মামলার শুনানীতে আদালতকে এ তথ্য জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল আজাদ।

এ ঘটনায় মানসুরা আক্তার ওরফে ইতির দ্বিতীয় স্বামী ফজলুল করিমকে ওরফে মোশারফ হোসেনকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডপ্রাপ্ত ফজলুল করিম কুমিল্লা জেলার জাফরগঞ্জ তহুরা ভিলা এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে।

রিমান্ড আবেদন কালে এসআই আবুল আজাদ জানান, গত ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকার একটি ঝোপের ভেতর গলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হাত, পা ও মাথা বিহীন কিশোরীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পান তিনি। শুরু করেন লাশের পরিচয় সনাক্ত করতে কাজ। পরে নিহতের পরিহিত জামা কাপড় ও জুতা নিয়ে দেশের বিভিন্ন থানায় যোগাযোগ করে জানতে পারেন ডেমরা থানায় একটি মেয়ে নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। পরে ওই জিডির সূত্র ধরে ৮ অক্টোবর সোমবার রাতে নিহতের মা বাবাকে সেই জামা কাপড় ও জুতা দেখালে তারা তার পরিচয় শনাক্ত হয়।

এ ঘটনায় মানসুরা আক্তার ওরফে ইতি অভিযোগ করেন, জান্নাতুল জেবাকে হত্যার পিছনে তার বর্তমান স্বামী ফজলুল করিমের হাত থাকতে পারে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মানসুরা আক্তার ওরফে ইতি ২০১০ সালে প্রথম স্বামী মাহতাব উদ্দিনকে তালাক দিয়ে ফজলুল করিমকে দ্বিতীয় বিয়ে করে। এসময় ইতির সাথে চলে আসে প্রথম সংসারের সন্তান জান্নাতুল জেবা ও মো. সাব্বির হোসেন। এরই মধ্যে ইতির দ্বিতীয় সংসারে আব্দুল্লাহ বিনা আয়ান নামে আরো এক সন্তান হয়। প্রায় ৩ মাস পূর্বে ব্যক্তিগত টাকা দিয়ে ৩টি ট্রাক ক্রয় করেন ইতি। ক্রয়কৃত ট্রাক গুলোর নমিনি দ্বিতীয় সংসারের ছেলে আব্দুল্লাহ বিনা আয়ানকে না দিয়ে প্রথম সংসারের সন্তান মো. সাব্বির হোসেনকে দেওয়াতে কলহ ও বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরেই দ্বিতীয় স্বামী ফজলুল করিম তার সহযোগীদের সহায়তায় পরিকল্পিত ভাবে স্ত্রীর প্রথম সংসারের সন্তান জান্নাতুল জেবাকে নির্মম ভাবে হত্যা করে ফেলে রেখে যায় সোনারগাঁয়ে।

নিহত জান্নাতুল জেবা যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার মান্নান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

এবিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাই বলেন, আসামি হত্যা মামলার সাথে জড়িত। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে আসামিকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution