• বিকাল ৩:০৭ মিনিট বুধবার
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম
সোনারগাঁয়ে নারীসহ ৫জনের হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

সোনারগাঁয়ে নারীসহ ৫জনের হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে নারীসহ ৫জনকে পিটিয়ে ও কুপিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৮ ফেব্রুয়ারী) সকালে কান্দারগাঁও ব্রীজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর থেকে দিনভর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে জাকির হোসেন ও জগলু সরকারের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছে। এ আধিপত্যকে কেন্দ্র করে ইতি মধ্যে ওই এলাকায় দুটি হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে। সম্প্রতি ক্রিকেট খেলা নিয়ে জাকির পক্ষের তারা মিয়ার ছেলে জাকারিয়া, মোজাম্মেলসহ ১০-১২জনের একটি দল বজলু সরকারের পক্ষের শাহজালালকে মারধর করে। এ নিয়ে ওই এলাকায় একটি বিচার শালিস হয়। বিচার শালিসের রায় শাহজালালের বিপক্ষে দেয় জাকির পক্ষের দুদু মিয়া ও তাদের অনুসারীরা। গতকাল সোমবার সকাল ৮টার দিকে দুদু মিয়া মোগরাপাড়া চৌরাস্তায় তার দোকানে যাওয়ার পথে কান্দারগাঁও ব্রীজ এলাকায় শাহজালালের নেতৃত্বে রফিক, শামীম, সবুজ, বিল্লাল, কাউসার, মাসুম, হাবুল ও আসিফসহ ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্র টেঁটা, দা, রামদা, লোহার রড, হকিস্টিক নিয়ে দুদু মিয়াকে পিটিয়ে বাম হাত ও ডান পা ভেঙ্গে দেয়। ডাক চিৎকারে দুদু মিয়ার আত্মীয় লিটন, তারা মিয়া, মোতালেব ও নুরজাহান বেগম ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে হাত পা ভেঙ্গে দেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুদু মিয়া ও লিটনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত দুদু মিয়ার শ্যালক জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে বজলু ও জগলু সরকারের লোকজন আমাদের ল্কোজনের উপর হামলা চালিয় আহত করছে। বিচার শালিসের রায় মন মতো না হওয়ায় গতকাল সোমবার সকালে অতর্কিতভাবে হামলা করে ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে।

অভিযুক্ত শাহজালালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কান্দারগাঁও এলাকায় জাকির হোসেন ও তার লোকজন একক অধিপত্য বিস্তার করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জাকির বাহিনী যুবলীগ নেতা রিপনকে কুপিয়ে হত্যা করে। তারেকের হাত কেটে নিয়েছে। এছাড়াও তার দলের লোক সাধনকে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যার পর আমাদের লোকজনকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে এ দু’পক্ষের মধ্যে হামলা ও মামলার ঘটনা ঘটছে। দু’ পক্ষের আধিপত্যের কারনে হত্যাকান্ড ও অঙ্গ হানির ঘটনা ঘটেই চলছে। এ ন্যাক্কারজনক ঘটনা বন্ধ হওয়া উচিত।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, অধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত গুরুত্ব সহকারী চলছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution