• রাত ১২:২০ মিনিট বুধবার
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ
সোনারগাঁয়ে ক্রিকেটার দিদারের উপর সন্ত্রসী হামলা, আহত-১ থানায় মামলা

সোনারগাঁয়ে ক্রিকেটার দিদারের উপর সন্ত্রসী হামলা, আহত-১ থানায় মামলা

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম: পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার পানাম এলাকায় সোনারগাঁয়ের উদিয়মান ক্রিকেটার দিদার হোসেনের উপর সন্ত্রাসী হামলা করেছে এক দল সন্ত্রাসী। হামলায় ক্রিকেটার দিদারের বন্ধু সাব্বির হোসেন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রবিবার বিকেলে ক্রিকেটার দিদার বাদী হয়ে সোনারগাঁ থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, রবিবার দুপুরে পানাম এক নং গেইটের সামনে টিপুরদী গ্রামের লিটনের ছেলে তানজিল, কামালের ছেলে হৃদয়, শহিদুল্লা ভূঁইয়ার ছেলে হাসান, বানীনাথপুর গ্রামের আঃ সালামের ছেলে সজিব ও গোয়ালদী গ্রামের কালামের ছেলে জুদানসহ ৩/৪জন অজ্ঞাতনামা সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড়, কাঠের ও বাঁশের লাঠি ও ধারালো সুইচ গিয়ার(ছোরা) নিয়ে আমার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে আমি দৌড়ে পানাম বাজারে গিয়ে আশ্রয় নিলে আমার সঙ্গে থাকা বন্ধু সাব্বিরকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে তানজিল ও হৃদয় তাদেও হাতে থাকা ধারালো সুইচ গিয়ার(ছোরা) মাথায় আঘাত করে এতে তার মাথা কেটে মারাক্তক জখম হয়। পরে তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে দিদার ও সাব্বিরকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তারা। হামলার সময় সাব্বিরের সাথে থাকা একটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

ক্রিকেটার দিদার জানান, আমিনপুর মাঠে রবিবার এস এস ট্রফি টেস্ট ম্যাচ চলছিল। ম্যাচের লাঞ্চ বিরতিতে আমি ও আমার বন্ধু লাঞ্চের জন্য পানাম বাজারে যাওয়ার পথে তানজিল ও হৃদয় এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলা চালায়। আমি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও বন্ধু সাব্বিরকে ছুড়ি দিয়ে মাথায় আঘাত করে মারাক্তক ভাবে আহত করে। তারা আমাদের দুজনকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার কোশাদক্ষ নজরুল ইসলাম জানান, আমি উপজেলার ক্রীড়া সংস্থার একজন কোশাদক্ষ হিসেবে একজন ক্রিকেটারের উপরে হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি হামলাকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য দিদার সোনারগাঁয়ের ক্রিড়াঙ্গনে একজন সফল ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে ক্রিকেট খেলে তার প্রতিভার সাক্ষর রেখেছেন। ভারতেও ক্রিকেট খেলেছেন তিনি।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution