• রাত ১১:২৬ মিনিট বৃহস্পতিবার
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ
নাসিক নির্বাচনে অংশ নিবে না বিএনপি: গিয়াস-সাখাওয়াত

নাসিক নির্বাচনে অংশ নিবে না বিএনপি: গিয়াস-সাখাওয়াত

Logo


দলীয়ভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশগ্রহণ করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৷ এই কারণে সিটি নির্বাচনে প্রার্থীতার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেননি বিএনপির দুই নেতা৷ দল নির্বাচনে অংশ না নেয়ায় তারাও এই নির্বাচন বর্জন করেছেন বলে জানিয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন মহানগর বিএনপি`র সিনিয়র সহ সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান।

সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেন, `দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন আর শ্রদ্ধা রেখে আমি এই ভোটারবিহীন অবৈধ সরকার ও তার অজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম। আমি আশা করবো আমার মতো নারায়ণগঞ্জ বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ এই নির্বাচন থেকে সরে আসবে। কারণ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের আন্দোলন যখন একটি চূড়ান্ত পর্যায়ে উপনীত, তখন এই অবৈধ সরকারের ফাঁদে পা দিয়ে নির্বাচনে অংশ নেয়াটা সেই আন্দোলনের সাথে পরিহাসের সামিল বলে আমি মনে করি। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সকল জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।`

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, `আমাদের দল এই সরকার, নির্বাচন কমিশনের অধীনে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমাদেরও নির্দেশনা দেয়া হয়েছে কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করতে। আমি মনে করি আমাদের দলে যে পর্যায়ের ব্যক্তিরাই হোক এ নির্বাচন থেকে বিরত থাকবেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন। আমি দলের নীতি নির্ধারক কমিটির সঙ্গে কথা বলেছি তারা বলেছেন, দল আগের সিদ্ধান্তে বহাল আছে। যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে স্বতন্ত্র কোনো প্রার্থীর তাদের দলীয় কোনো সমর্থন নাই। দলের সিদ্ধান্তের বাইরে কোনী কাজে আমি অংশগ্রহণ করবো না। আমি মনে করি কোনো নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন না।`

অন্যদিকে বিএনপির আরেক মেয়র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিন বলেন, `সিটি নির্বাচনে দল কোনো প্রার্থী দিবে না এবং দলীয় কোনো নেতা-কর্মীকেও এই নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছে দলীয় হাইকমান্ড। দল যেহেতু নির্বাচনে অংশ নেবে না, সেহেতু আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়ে নির্বাচনে অংশ নিতে পারি না। আমি আমার দলের প্রতি পূর্ণ আস্থাশীল এবং অনুগত থাকার কারণে এই নির্বাচনে অংশ নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছি।’

তিনি আরও বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন পরিস্থিতিতে আমাদের দাবি, আন্দোলন হচ্ছে তার মুক্তি এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা। এখন নির্বাচনের সময় নয়। দলের চেয়ারপার্সনকে এমন পরিস্থিতিতে রেখে আমরা নির্বাচন করতে পারি না। বিএনপির কোনো নেতা-কর্মীরাও এই নির্বাচনে অংশ নিবে না। এরপরও যদি কেউ নির্বাচনে অংশ নেয় তাহলে ধরে নিতে হবে সে দলের প্রতি অনুগত নন।’

তবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. তৈমুর আলম খন্দকার৷ তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি একটি বড় দল। বিএনপিকে অনেক কৌশল অবলম্বন করে চলতে হয়েছে। সব রাজনৈতিক দলই কৌশল অবলম্বন করে। কৌশলগতভাবে আমরাও আমাদের অবস্থান থেকে এগিয়ে যাচ্ছি। সময় মত আপনারা বুঝবেন আমাদের অবস্থান কী। দল ও জনগণের পাশে আছি৷’

উল্লেখ্য, এবারের সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী৷ তিনি বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ গত দুইবারের নির্বাচিত মেয়র তিনি৷ ২০০৩ সালে প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন আইভী৷


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution