• বিকাল ৫:০৯ মিনিট শুক্রবার
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক
আপন মানুষের ষড়যন্ত্রের আঘাত অত্যন্ত ভয়াবহ!.. তুহিন মাহমুদ

আপন মানুষের ষড়যন্ত্রের আঘাত অত্যন্ত ভয়াবহ!.. তুহিন মাহমুদ

Logo


আপন লোকদের ষড়যন্ত্র বড় কঠিন কেননা তারা দুর্বলতা সম্পর্কে খুব ওয়াকিফহাল এবং তারা দূর্বলতায় আঘাত করে যা হৃদয়ে গভীর দাগ কেটে যায়। কখনো ভুলা যায়না।

পয়গম্বরদের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, বেশিরভাগ আম্বিয়ায়ে কেরামগণ তাদের জাতির বা কওমের লোকদের থেকে বিভিন্নভাবে কষ্ট পেয়েছেন এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু আপন লোকদের থেকে সবাই কষ্ট পাননি।

২জন নবী আপন মানুষদের থেকে খুব কষ্ট পেয়েছেন এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পরবর্তীতে, আল্লাহ তায়ালা উনাদের দুজনকেই ষড়যন্ত্রকারীদের উপর প্রতিশোধ নেয়ার সুযোগ করে দিয়েছেন এবং তাদের উপর এক ঐতিহাসিক বিজয় দান করেছেন।

১জন হল ইউসুফ আলাইহিসসালাম। তিনি আপন মানুষদের এমন এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন যা পয়গম্বরদের ইতিহাসে ব্যতিক্রম।
ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে কেইস স্টাডি করলে দেখা যায়, তিনি যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তা ইতিহাসে আর দ্বিতীয়টা নেই।

ভাইয়েরা মিলে ছোট ভাই ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করতে চাইলো। শেষ পর্যন্ত কূপে ফেলে দিলো। এই নির্মমতা তো প্রতিবেশী বা জাতির অন্য লোকেরা করেনি, করেছে নিজের ঘরের লোকেরা।
ফলে কি হয়েছে জানেন?

আল্লাহ তায়ালার হেকমত!
ভাইয়েরা উনাকে কূপে ফেলে দিল কিন্তু আল্লাহর ইচ্ছায় মিশরীয়রা উনাকে কূপ থেকে তুলে নিয়ে রাজদরবারের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিলেন এবং তিনি মিশরীয়দের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠলেন।

আরেকটা জিনিস লক্ষণীয়,
আল্লাহ তায়ালা ইউসুফ আলাইহিসসালাম এর মাধ্যমে লক্ষ লক্ষ সন্তানের বাবাকে সন্তান হারানোর কান্না থেকে বাচিঁয়েছেন।
এটা আল্লাহর বিশেষ প্লান ছিলো। কারণ, তৎকালীন যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তার ভয়াবহতা থেকে বাচার জন্য খাবার সংরক্ষণ ও অর্থনীতিতে সঠিক পদক্ষেপ নেয়ার মত ইউসুফ আলাইহিসসালাম এর মত দ্বিতীয়জন ছিলনা। কেননা আল্লাহ তায়ালা উনাকে সেই জ্ঞান দিয়েছেন। আর সেই সময় যদি সঠিক পদক্ষেপ না নেয়া হতো তাহলে অনেক মানুষ কষ্টে পতিত হত এবং মারা যেত। আর খাবার অভাবের দুর্ভিক্ষের প্রথম প্রভাব বা ধাক্কা পরিলক্ষিত হত শিশুদের উপর। না খেয়ে মরতে হত লক্ষ লক্ষ শিশুকে। ফলে, লক্ষ সন্তানের বাবাকে চোখের পানি ফেলতে হতো।

কিন্তু মনে হচ্ছে, আল্লাহ তায়ালা লক্ষ লক্ষ পিতার চোখের পানি একজন পিতা অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামকেই দিয়েছেন। আর ইয়াকুব আলাইহিসসালামও উত্তম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি আদরের মানিক ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে ৩৭বছর (মতান্তর)একাই কেঁদেছেন।

সর্বশেষ, আল্লাহ তায়ালা ষড়যন্ত্রকারী ভাইদের উপর ইউসুফ আলাইহিসসালামকে বিশেষ মর্যাদা দান করলেন এবং বাবার কাছে সন্তানকে ফিরিয়ে দিলেন। যে ভাইয়েরা ষড়যন্ত্র করে উনাকে কূপে ফেলেছে সে ভাইদেরকে ইউসুফ আলাইহিসসালাম বলেন, “তোমাদের বেপারে আজ আর আমার কোন অভিযোগ নেই”। তিনি ভাইদের ক্ষমা করে দেন। সুবহানআল্লাহ।

বলা দরকার, পয়গম্বরদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম একমাত্র পয়গম্বর যাকে লোকেরা ঠাট্টা-মশকরার পাত্র বানায়নি। মিশরীয়দের কাছে দ্বীনের দাওয়াত দেয়ার সময় উনার সাথে কেউ ঠাট্টা-মশকরা করেনি। অনান্য পয়গম্বরেরা যখন লোকদের দ্বীনের দাওয়াত দিত তখন তাদেরকে নিয়ে মানুষেরা ঠাট্টা মশকরা করত। এটা ছিল মানুষের স্বভাব। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে সেটি হয়নি। কেউ উনার কথা না মানতে চাইলেও উনার সামনে মন্দ কিছু বলেনি। কেননা, অর্থনীতিতে উনার অবদান মিশরবাসী স্বচক্ষে দেখেছে।

আর দ্বিতীয়জন হল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম যার সাথে আপন-পর সবাই শত্রুতা করেছে। যেমনভাবে নির্যাতিত ও প্রত্যাখ্যাত হয়েছেন আপন কিছু আত্নীয়দের কাছ থেকে, আবু লাহাব ছিল অন্যতম, তেমনিভাবে তিনি অত্যাচারিত ও প্রত্যাখ্যাত হয়েছেন নিজের বংশ ও মক্কার অন্যান্য লোকদের থেকেও।

উনার আদরের সন্তান ‘ইবরাহীম’ যেদিন মারা গেল। সেদিন তিনি ছিলেন শোকে শোকার্ত কিন্তু উনার আপন চাচা-চাচি উনাকে ‘নির্বংশ’ বলে গালি দিচ্ছে। এছাড়াও বিভিন্ন কটুকথা বলে যাচ্ছেন। তিনি চোখের পানি ছেড়ে আল্লাহকে জানিয়েছেন।

এছাড়া মক্কাবাসী উনাকে অনেক কষ্ট দিয়েছে এমনকি হত্যা করতে চেয়েছে। তাই আল্লাহ আদেশ করেছেন মক্কা ছেড়ে চলে যেতে। সেখানেও মক্কাবাসী পিছু নিয়েছেন হত্যা করার জন্য। খুজে পেলেই হত্যা করে ফেলতো।আল্লাহর ইচ্ছায় গুহার কাছে গিয়েও খুজে পাননি।

মক্কাবাসী প্রত্যাখ্যান করলেও মদিনাবাসি ঠিকই উনাকে রাষ্ট্র নায়কের মর্যাদা দিয়েছেন।

এবং পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় তিনি মক্কা বিজয় করেছেন। নিজের জন্মভূমিতে ফিরেছেন বিজয়ী বেশে। যারা উনার সাথে শত্রুতা করেছে, আল্লাহ তায়ালা তাদেরকে উনার সম্মুখে পরাজিত করেছেন। তাদের দম্ভ চুর্ণ করে দিয়েছেন। অনেককে করেছেন নির্বংশ।
মক্কাবাসীর উপর যেকোন ধরনের প্রতিশোধ নেয়ার সুযোগ তৈরি হয়েছিলো কিন্তু তিনি তা করেননি।

বরং নিজের জন্মভূমির লোকদের ক্ষমা করে দিয়েছেন। তাদেরকে ক্ষমা করেছেন যারা উনাকে দিন-রাত কষ্ট দিয়েছে। যারা হত্যা করতে চেয়েছে। যারা শুধু মক্কাতে নয় বরং মক্কা থেকে মদীনাতে গিয়েও উনাকে নিশ্চিহ্ন করবেন বলে বদরে, উহুদে যুদ্ধ করেছেন। এবং অন্যান্য গোত্রের সাথে চুক্তি করে সবাইকে সাথে নিয়ে বিশাল বাহিনী তৈরি করে একেবারে নির্মুল করতে মদীনা গিয়েছেন যা ইতিহাসে খন্দকের যুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ, উনি যাদের সাথে শৈশব-কৈশর, যৌবন কাটিয়েছেন সেই মক্কাবাসী উনাকে নিশ্চিহ্ন করার জন্য কি-না করেছেন? উনাকে মক্কায় হজ করতেও আসতে দেয়নি।মক্কার কাছ থেকে অর্থাৎ হুদায়বিয়া থেকে ফেরত পাঠিয়েছেন। এসব করেছেন উনার পরিচিত লোকেরা,বংশের লোকেরা যাদের সাথে ৫০এর বেশি বছর কাটিয়েছেন। তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ইতিহাসে ক্ষমার এর থেকে বড় নিদর্শন আর নেই!

সুতরাং, সঠিক থাকার পরও যদি আপন-পর মানুষ কষ্ট দেয় তবে ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে, তাদের উপর একদিন বিজয় আসবেই। তাদের দম্ভ চুর্ণ হবেই।তাদের কৌশল আল্লাহর কৌশলের কাছে পরাজিত হবেই। কেননা, আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী।

তুহিন মাহমুদ।

 


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution