• রাত ৯:৩১ মিনিট শুক্রবার
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক
মানুষ কেন হয় না মানুষ কর্মের কারনে…আশরাফুল আলম

মানুষ কেন হয় না মানুষ কর্মের কারনে…আশরাফুল আলম

Logo


জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার। সঙ্গে নিও পাড়ের কড়ি, যাহা কিছু দরকারী, ছাড়লে গাড়ি ফিরিবেনা আর। তবুও নশ^র এই পৃথিবীতে মানুষ কেন হয়না মানুষ কর্মের কারনে। ক্ষনস্থায়ী পৃথিবীতে এই মানুষই আবার হয় বেহুশ শুধু তার নিজ স্বার্থের কারনে। কথায় আছে পাগলেও নাকি তার নিজের ভালটা বুঝে। সেখানে মানুষ নামদারি অমানুষেরা কিছুটা স্বার্থের চিন্তা করাটা কোন অস্বাভাবিক কিছু নয়। বর্তমান সময়ে বৈশি^ক মহামারী করোনার প্রার্দূভাবে জীবন মরনের সন্ধিক্ষনে রয়েছে দেশের মানুষ। তার পরেও স্বাভাবিক ভাবে বেচে থাকার তাগিদ রয়েছে যে কোন মানুষের মনে। বর্তমান পরিস্থিতে পৃথিবী থেকে অধিক প্রিয় পৃথিবীর মানুষের জীবন। করোনার এই মহামারী শুরু হওয়ার পর থেকে করোনা প্রতিরোধে ঘরবন্ধি হয়ে দেশে কর্মহীন হয়ে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ। তাছাড়া অর্থনৈতিক মন্দার পাশাপাশি মন্দা চলছে প্রায় সবখানে। যেকোন মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা রয়েছে যেনেও এখনো পর্যন্ত সামান্যতম উদারতা নেই দেশ তথা সমাজের কিছু বিত্তশালী, ধণাঢ্য ব্যক্তিদের মনে। আবার দেশ তথা সমাজের অনেক বিত্তশালী ধনাঢ্য বড় মনের মানুষেরা সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়িয়ে অবিরত অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন খুবই সহজে। সত্যিই মানুষ হওয়া বড়ই কঠিন। গুনী জনরা বলেন, দিব্য জ্ঞানীর কাছে ধন অতি তুচ্ছ, আবার ধনীর কাছে জ্ঞান। যার কাছে ধন, জ্ঞান দুটিই রয়েছে সে এখন করছে মানব কল্যাণ। ধর্ম তত্ত্বে একটি কথা প্রচলিত রয়েছে, ধর্মে বলে পরের উপকার এর চেয়ে বড় ধর্ম পৃথিবীতে নেই আর। সেই জন্য মানুষ হয়ে মানুষের কল্যাণে কিছু করাটাও সময়জ্ঞান সুভাগ্যের ব্যাপার। সরকারী, বেসরকারী বিভিন্ন সংস্থার জরিপ মতে, বর্তমান সময়ে দেশে বিত্তশালী লোকের সংখ্যা আদৌ কম নয়। দেশের এই ক্রান্তি লগ্নে, প্রশ্নতো শুধু তাদের ভূমিকা নিয়ে। এই সময় দেশে করোনা ভাইরাসের প্রার্দূভাবে ধনী, গরীব, সব মানুষের জীবন বির্পযস্থ। কিন্তু এখনো পর্যন্ত কিছু বিত্তশালী লোকের মনের মাঝে মানুষের জন্য সামান্যতম করুনা সৃষ্টি হয়নি এবড়ই তাজ্জ্যব ব্যাপার। প্রশ্ন থেকে যায় আর কতো বড় হলে বড় মনের মানুষ হবে তুমি? দেশে স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময় থেকে শুরু করে এযাবৎ কালে বিভিন্ন সময় আমরা অনেক প্রাকৃতিক দূর্যোগ, মহামারীর কথা শুনেছি ও দেখেছি। কিন্তু সেকালে মানুষের জীবন মান এতোটা সুন্দর ও স্বচ্ছল ছিলনা বলে সরকারী ত্রান নিয়ে নয়ছয় করাটা ছিল খুবই স্বাভাবিক। কিন্তু এখনও যে সংবাদ মাধ্যমে প্রায়শ শুনা যায় অসহায়, গরীব মানুষের ত্রান নিয়ে চলছে ছিনিমিনি। আমরা কি চাইলে একটু ভাল মানুষ হতে পারি না। সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বাস্থ্যকর্মী সবার নিয়মিত কাজ হল জনসেবা। যেখানেই মানুষের দূর্ভোগ সেখানেই সেবার মানসিকতা নিয়ে কাজ করা তাদের নৈতিক দায়িত্বও বটে। যে কোন প্রাকৃতিক বিপর্যয়সহ দেশের যেকোন উদ্ভুদ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি মানুষের পাশে দাড়ানো শপথ করা তাদের ঈমানি দায়িত্ব। কিন্তু কতিপয় স্বার্থলোভী অসৎ জনপ্রতিনিধিদের ছোট মানসিকতায় সরকারি ত্রান চুরির কারনে লজ্জিত গোটা দেশবাসী। এসময় আবার কেউ কেউ অন্যের ধনে ধনী সেজে করছে মাতাব্বরী। নিজের সামর্থ থাকার পরেও মানুষের মাঝে সংগ্রহ করা ত্রান বিতরন করে লাগাতার চালিয়ে যাচ্ছে জাহেরী। সুযোগ পেলেই আবার তারা করছে নেতা ও জনপ্রতিনিধিদের শুধু তাবেদারী। আসলে এদের লজ্জা হওয়া উচিৎ। দেশের এই ক্রান্তিকালীন সময়েও সমাজে বিদ্যমান রয়েছে নানান অসঙ্গতি। সমাজে অনেক বিত্তশালী লোক রয়েছেন তারা কিনা এখনো সুবিধাবাদী। নিরব দর্শকের ভূমিকায় চোখে কালো চশমা পড়ে করোনার অযুহাতে গৃহবন্ধি। তাদের চিন্তা অবৈধ ভাবে উপার্জন করা ধন সম্পদ বিলিয়ে মানুষের পেছনে অবদান রাখতে গিয়ে যদি ধরা পড়ি। এর চেয়ে ভাল কোনোমতে সময়টা পার করি। সমাজের অনেক সুদখোর, ঘুষখোর, অনেকে বিত্তবৈভবের মালিক হয়েও চিন্তা করে আমার দেওয়া ত্রানে কোন ফজিলত হবে কি? হালাল হারাম মানুষের উপর অর্পিত আল্লাহর বিধান। ধর্মীয় মতে, মসজিদে দান করা, ক্ষুধার্ত মানুষকে অন্যদান করা, তাছাড়া রাস্তা সংস্কার করলে যদি আল্লাহ খুঁশি হয়, তাহলে সর্ব মহান প্রভু আল্লাহকে খুঁশি করার কাজে হালাল হারামের বিধান প্রয়োগ করা বোকার নামান্তর নয় কি? ধর্মীয় বিধানে পাওয়া যায় ইবাদতের পূর্বশর্ত হল বিশুদ্ধ খাবার। আসলে নিজেকে প্রশ্ন করে দেখ সবার ঘরে সব সময় বিশুদ্ধ খাবার হয় কি? দেশের প্রতিটি সমাজে কিছু বিত্তশালী, ধণাঢ্য ব্যক্তি যাদের উপর দায়িত্ব রয়েছে অসহায় মানুষের পাশে দাড়ানো, কিন্তু তারা নিজ দায়িত্ব পালন না করে সংগ্রহ করা ত্রানের উপর প্রাধান্য দিয়ে মানুষের মাঝে তাহা বিলিয়ে দিয়ে দাতা হিসেবে নিজ নাম করছে জাহেরী। প্রশ্ন জাগে, এই কি তাদের মনুষত্ব্য? আবার কখন তারা মানুষ হবে। স্যালুট তাদের, করোনা যুদ্ধা খ্যাত দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী, পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও গনমাধ্যম কর্মীদের। যারা নিজেদের জীবন চরম ঝুঁকিতে রেখেও দেশ ও জনগনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি মহামারী করোনা ভীতি উপেক্ষা করে মানুষের পাশে দাড়িয়ে ক্ষুধার্ত মানুষকে খাবার প্রদান করছেন। মৃত ব্যক্তিদের লাশ দাফন কার্য সম্পন্ন করা। অসুস্থ্য যে কোন রোগীকে হাসপাতালে পৌছে দেয়া, রাস্তায় চলাচলরত সাধারন মানুষকে করোনা বিষয়ক সচেতন করা। সব মিলিয়ে সার্বক্ষনিক ভাবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তারা।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution