• সকাল ১০:৩২ মিনিট শনিবার
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক
ঈদকে ঘিরে জমে উঠেনি সোনারগাঁয়ের বিপনী বিতানগুলো

ঈদকে ঘিরে জমে উঠেনি সোনারগাঁয়ের বিপনী বিতানগুলো

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আর মাত্র ৩দিন পর আগামী ১ আগষ্ট শনিবার ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে এবার এখনো জামে উঠেনি রেডিমেট কাপড়ের দোকানগুলো। করোনার প্রাদূর্ভাব ও বন্যার কারনে এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি মানুষের জীবন যাত্রা আয়ের পথ। তাই দিনে কয়েকজন ক্রেতার দেখা মিললেও আশানুরুপ ক্রেতা না পাওয়ার ফলে ক্রেতাশুন্য অলস সময় কাটাচ্ছে দোকানীরা। ফলে ঈদুল ফেতরের মতো আবারও লোকসানের মুখে পড়তে হবে দোকানীদের।

 

মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর ও মেঘনা শিল্পনগরীর বিপনী বিতানগুলো ঘুরে দেখা গেছে এবার ঈদে ভিন্ন চিত্র। অন্যান্য বছর ঈদের আগের কয়েকটি দিন ক্রেতা নিয়ে ব্যস্ত সময় কাটান দোকানীরা। কিন্তু এবার একটু ভিন্ন চিত্র। বেশীর ভাগ দোকানেই দেখা মিলিনি আশানুরূপ ক্রেতা। দোকানে ক্রেতাদের আকর্ষণ বাড়তে বাহারী পোশাক সাজিয়ে রাখলেও দিনে হাতে গোনা কয়েকজন ক্রেতা থাকলেও নেই বেচাকেনা। ফলে অনেক দোকানীই অলস সময় পার করছেন।

 

দোকান মালিকরা জানান, গত ঈদুল ফেতরে করোনা কারণে সচেতন মানুষেরা ঘর থেকে বের হননি কেনাকাটার জন্য। এছাড়া করোনার কারণে ব্যবসা বানিজ্য বন্ধ থাকার কারণে মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যায়। তাই ইচ্ছা থাকলেও অনেকে ঈদের কেনাকেটা করতে পারেননি। তবে ঈদুল ফেতরের ১০দিন আগে সারা দেশের মার্কেট ও বিপনী বিতানগুলো সরকার খুলে দিলেও সোনারগাঁয়ে মার্কেটগুলো ছিল বন্ধ। তাই তারা আশা করেছিল ঈদ উল ফেতরে যারা কেনাকাটা করতে পারেননি তারা এবার কেনাকেনা করবে কিন্তু তারা যা আশা করেছিলো তার বিন্দুমাত্রও আশা দেখছেন না। মানুষ যে ভাবে কেনাকাটা করার কথা ছিল সেভাবে দোকনে আসছেনা। তাই অন্য কোরবানীর ঈদের চেয়ে এবার বেচাকেনা আরো খারাপ। তারা আরো জানান, কাপড়ের দোকানদাররা প্রতি বছর ২টি ঈদে যে পরিমান বেচাকেনা করেন তা বছর জুড়ে করতে পারে না। আর দুই ঈদের যে পরিমান লাভ হয় সে লাভের টাকা দিয়ে সারা বছরের লোকসান পুষিয়ে নেন। কিন্তু এবার করোনা কারণে পর পর ২টি ঈদে বেচাকেনা করতে না পারায় বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। কারন বেচাকেনা না থাকলেও শ্রমিকের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। সে জন্য বড় ধরনের লোকসান গুনতে হবে প্রতিটি দোকানদারদের।

 

ঈশা খাঁ প্লাজার প্লাস পয়েন্টের মালিক সজিব জানান, অন্যান্য বছর কোরবানীর ঈদে বেচাকেনা না হলেও প্রতিদিন গড়ে ৩০/৪০ হাজার টাকা বেচাকেনা হতো। কিন্তু এবার করোনার কারণে আগের মতো বেচাকেনা নেই। ফলে ঈদুল ফেতরের মতো এবার ঈদুল আযহায়ও ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যাবে। তিনি আরো জানান, করোনার কারণে ৪/৫ মাস সব কিছু বন্ধ ছিল এখন আস্তে আস্তে খুললেও ব্যবসা বানিজ্য স্বাভাবিক হতে পারেনি। ফলে মানুষের হাতে টাকা কম থাকায় কেনাকাটাও কম হচ্ছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution