• সন্ধ্যা ৬:৩৯ মিনিট শুক্রবার
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক
নতুন পোশাক ছাড়াও ঈদ হয়…. রবিউল হুসাইন

নতুন পোশাক ছাড়াও ঈদ হয়…. রবিউল হুসাইন

Logo


ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ বাক্যটির সাথে সবাই পরিচিত। ঈদ আনন্দের অনেক অনুষঙ্গের মধ্যে নতুন পোশাক অন্যতম। ঈদকে কেন্দ্র করে ছোট, বড়, ছেলে বুড়ো সকলেই কম বেশি নতুন পোশাক কিনে থাকেন। আবার এর বিপরীত চিত্রও সমাজে দেখা যায়। সমাজের একটি উল্লেখযোগ্য অংশ তাদের সাধ থাকা স্বত্তেও সাধ্যের সংকটে নতুন পোশাক ছাড়াই ঈদ উৎসব পালন করে থাকেন। একটি শ্রেণি নতুন পোশাক পড়ে ঈদের আনন্দে বিভোর অপর শ্রেণি নতুন পোশাক ছাড়াই ঈদ পালন করছেন। সমাজের এ বৈপরিত্য দীর্ঘদিন যাবত চলে আসছে। তাতে ঈদ পালন কী বন্ধ থাকছে? না ঈদ কিন্তু তার নিজস্ব নিয়মে আসছে আবার যাচ্ছে। এত কিছু বলার একটাই কারণ বর্তমান করোনা পরিস্থিতি। এমন ভয়াবহ পরিস্থিতিতে সরকার যখন ঈদকে কেন্দ্র করে সকল শপিং মল ও কাপড়ের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন তখন সচেতন সমাজ অনেকটাই শংকিত। তবে আশার কথা হচ্ছে সরকারের এ সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা তাদের শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এসব ব্যবসায়ীকে প্রকৃত দেশ প্রেমিক উপাধী দেয়াই যায়। কারণ তারা সারা বছর এ ঈদ মৌসুমের জন্যই অপেক্ষায় থাকেন লোভ সংবরন করে মানুষের কল্যান চিন্তা করা খুবই দুরহ কাজ। আর সে কাজটিই করেছেন তারা। অপরদিকে সাধারণ জনগনের অনেকে এমন করোনা পরিস্থিতিতেও ঈদ শপিংয়ের জন্য উন্মূখ হয়ে আছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন দেশ ও মানুষকে নিরাপদ রাখতে একটি ঈদ নতুন পোশাক ছাড়াই পালন করি। ঈদে যে টাকা খরচ করে নতুন পোশাক কিনতেন সে টাকা অসহায় মানুষের সাহায্যে ব্যয় করুন। দেখবেন নতুন পোশাক পড়ে আপনি যে আনন্দ পেতেন তার চেয়ে মানসিক ভাবে অনেক বেশী আনন্দ পাবেন। অনেকেই আছেন আমার কথার সাথে একমত নাও হতে পারেন হয়তো বলবেন ছোট ছেলে মেয়েরদেরকে তো নতুন পোশাক কিনে দিতেই হবে। এটা না হলেতো চলবে না। আসলে পৃথিবীতে সবই চলমান সবকিছুই চলবে। আপনার ছেলে মেয়েকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিন। ছোটবেলা থেকেই মানবতার শিক্ষা দিন শিশুরা সবচেয়ে বেশি বিবেকবান তারা অবশ্যই বুঝবে এবং নতুন পোশাকের আবদার করবে না। লেখার শুরুতেই বলেছিলাম সমাজের একটি অংশ নতুন পোশাক ছাড়াই ঈদ পালন করেন সুতরাং আমরা কেন পারবো না। এবার যারা শপিং মলে বা পোশাকের দোকানে গিয়ে কেনাকাটা করবেন তারা সর্বোচ্চ করোনা ঝুঁকিতে পড়বেন। শুধু তাই নয় বিক্রেতারাও এ ঝুঁকিতে আছেন সবচেয়ে বেশি। যতই বলা হচ্ছে স্বাস্থ্য বিধি মেনেই কেনাকাটা করা হবে এটা আসলে কী শেষ পর্যন্ত মানা সম্ভব হবে? তাছাড়া শপিং মলে একটি পোশাক কতজনে ধরবে তার ঠিক নেই কেউ হয়তো এটি পড়ে ট্রায়াল দেবেন পরে ওই একই পোশাক আরেক জন এস ট্রায়াল দেবেন সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানা সম্ভব হবে না। পড়তে হবে প্রাণঘাতি করোনা সংক্রমনের ঝুঁকিতে। সুতরাং আসুন নতুন পোশাকে ঈদের আনন্দ না খুঁজে মানবতার মাঝে ঈদের আনন্দ খুঁজি।

রবিউল হুসাইন
লেখকঃ সম্পাদক ও প্রকাশক, চারদিক
সোনারগাঁ প্রতিনিধি,দৈনিক দেশ রূপান্তর


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution