• বিকাল ৪:২২ মিনিট শুক্রবার
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক
সোনারগাঁয়ে আজ আরো ১১ করোনা রোগী সনাক্তসহ মোট আক্রান্ত ২০০ ছাড়ালো

সোনারগাঁয়ে আজ আরো ১১ করোনা রোগী সনাক্তসহ মোট আক্রান্ত ২০০ ছাড়ালো

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৪৬ জনের নমুনা পরিক্ষা করে আজ  (২৯-০৫-২০২০ খ্রি:) শুক্রবার ১১ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে ৭ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৪ প্রাপ্ত বয়স্ক মহিলা।  মারাা গেছেন ২ জন। এ নিয়ে সোনারগাঁয়ে ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন, মৃত্যু বরণ করেছেন ৮জন।

মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ ১ জন মহিলা, বাড়ি চিনিস ২জন মহিলা ১ জন পুরুষ, কাঁচপুর সোনাপুর ৩জন পুরুষ, সাদিপুর হলদাবাড়ি ১জন পুরুষ, বৈদ্যেরবাজার বাসনদরদী ১ জন পুরুষ, বারদী দলুরদী ১জন মহিলা ও সনমান্দি জোয়ালদী ১জন পুরুষ। এছাড়া সাদিপুর হলদাবাড়ি এলাকায় স্প্যাপল জমা দিয়ে একজন মারা গেছেন আরেকজন উদ্ধবগঞ্জ এলাকার ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। বৃহস্পতিবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, আজ ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ৭জন ও নারী ৪জন।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২০১ জন, সুস্থ হয়েছেন ৮৩ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৮ জন।

তিনি আরো জানানা, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৯২০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ২০১জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৮৩ জন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগগের তথ্য নিম্মে দেয়া হলো:

সর্বশেষ প্রাপ্ত ৪৬জনের ফলাফল অনুযায়ি ৩৪জন নেগেটিভ, ১১জন পজিটিভ এসেছে এবং ২জন (১জন নতুন রোগী,১জন পুরাতন রোগী) COVID-19 জনিত মৃত্যুবরণ করেছেন।
১১জন পজেটিভের মধ্যেঃ
৭জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৪জন প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন।
১জন পুরুষ- বসনদরদি,বৈদ্যের বাজার।
১জন মহিলা-বাড়িমজলিশ, মোগরাপাড়া।
২জন মহিলা,১জন পুরুষ- বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১জন পুরুষ- হলদাবাড়ি, সাদিপুর।
২জন পুরুষ- কাচপুর,সোনারগাঁ।
১জন মহিলা-ডলুরদি,বারদি।
১জন পুরুষ- কাচপুর মধ্যপাড়া।
১জন পুরুষ- জোয়ারদি,সনমান্দি।
মৃত ব্যাক্তিদের তথ্যঃ
** ১ম ব্যক্তি(৪৮বছর,প্রাপ্তবয়স্ক পুরুষ;হলদাবাড়ি, সাদিপুর-২), যিনি স্যাম্পল জমা দিয়েছিলেন, তিনি COVID-19 পজিটিভ ফল আসার পর বাসায় মৃত্যুবরণ করেন।(নতুন রোগী)
** ২য় ব্যাক্তি(৪৯বছর,প্রাপ্তবয়স্ক পুরুষ ;উদ্ধবগঞ্জ নিবাসি ছিলেন,সর্বশেষ যাত্রাবাড়ি থাকতেন) COVID-19 পজিটিভ হয়ে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।(পুরাতন রোগী)
৩৪জন নেগেটিভের তালিকাঃ
১. শাহানারা বেগম,৪২বছর
সোনাপুর,কাচপুর।
২. লোকমান মিয়া,৫০বছর
সোনাপুর, কাচপুর।
৩. তানজিলা,২৪বছর
সোনাপুর, কাচপুর।
৪. জুয়েল,৪১বছর
পশ্চিমবেহাকুর, কাচপুর।
৫. মিতু,৩১বছর
পশ্চিমবেহাকুর, কাচপুর।
৬. তাজিন,৬বছর
পশ্চিমবেহাকুর, কাচপুর।
৭. জিনিয়া,৩৩বছর
ব্র্যাক অফিস,কাচপুর।
৮. ফরিদ উদ্দিন,৪১বছর
নয়াপুর,সাদিপুর।
৯. শাহিন মোল্লা,৪৫বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১০. নাহিদ,১৮বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১১. কবির হোসেন, ৪৬বছর
বাড়িচিনিশ, মোগরাপাড়া।
১২. মোয়াজ্জেমুল হক,৫৩বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৩. জাহাংগীর আলম,৪৪বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৪. শান্তা,৮বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৫. অর্পা,৬মাস
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৬. জান্নাত,৬বছর
চিলারবাগ, আমিনপুর।
১৭. মোঃ সেলিম,৪০বছর
ভৈরবদি, মোগরাপাড়া।
১৮. কাউসার,২৩বছর
নানাখি,সাদিপুর।
১৯. সালাহউদ্দিন, ৬৫বছর
খাসপাড়া,কাচপুর।
২০. নাজমুল,৩৩বছর
গোয়ালদি, আমিনপুর।
২১. তাজুল ইসলাম,৩৮বছর
চৌড়াপারা,নোয়াগাঁও।
২২. আবু সাইদ,২৮বছর
ডলুরদি,বারদি।
২৩. সামিয়া,৩বছর
ডলুরদি,বারদি।
২৪. নাসিরুদ্দিন, ৪৫বছর
দড়িকান্দি,সনমান্দি।
২৫. মাসুদরানা,৪৭বছর
খাসনগর, দিঘীরপার,আমিনপুর।
২৬. খাদিজা,২৭বছর
মেঘনাঘাট, পিরোজপুর।
২৭. মকবুল হোসেন,৫৭বছর
নয়ানগর, সনমান্দি।
২৮. জামাল,৩৮বছর
নয়ানগর, সনমান্দি।
২৯. বিল্লাল,২৬বছর
চৌধুরিগাঁও,পিরোজপুর।
৩০. রুবেল,৩০বছর
ব্র্যাক অফিস,সোনারগাঁ।
৩১. মুস্তাফিজুর,৫০বছর
হলদাবাড়ি,সাদিপুর।
৩২. সানজিদা,২০বছর
বালুয়াদিঘীরপাড়,আমিনপুর।
৩৩. জাহাংগীর আলম,৪০বছর
দামোদরদি,বৈদ্যেরবাজার।
৩৪. বদিউজ্জামান বদরুল, ৪৬বছর
বাঘরি,কাচপুর।
এদের মধ্যে নিম্নোক্ত ১জন পর পর ২টি স্যাম্পল নেগেটিভ হওয়ার মাধ্যমে সুস্থতা লাভ করেছেনঃ
১. শাহানারা বেগম,৪২বছর
সোনাপুর,কাচপুর।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ১৯৫জন
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু- ৮জন
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-৮৩জন
সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন,মানবিক আচরণ করুন।

Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution