• রাত ১:০৪ মিনিট বুধবার
  • ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ
উদ্যোক্তা তন্বীর সফলতার গল্প

উদ্যোক্তা তন্বীর সফলতার গল্প

Logo


মাহিন ইসলাম তন্বীর স্বপ্নের উদ্যোগের নাম ‘ইমরোজ’। অনলাইনে কার্যক্রম শুরু করলেও বর্তমানে তার দোকান আছে বসুন্ধরা শপিং মলে। পরিবারে মা, বাবা আর ছোটবোন। এই ছোট পরিবারের বড় মেয়ে তন্বী। যার জন্য ছোটবেলা থেকেই তার পরিবারের চিন্তা-ভাবনা ভিন্ন ছিল।

তন্বীই বললেন স্বপ্নযাত্রার প্রথম দিনগুলোর কথা, ‘ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ অনেক বেশি ছিল। সবাই ভাবত, হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো। কিন্তু ভাগ্যক্রমে পড়তে হলো কমার্স নিয়ে। যে কারণে সবাই এখন ভাবতে লাগল, একজন নামকরা ব্যাংকার হবো। আমিও মনে মনে ভাবতাম, কিন্তু হিসাব-নিকাশের অদ্ভুত দুনিয়ায় ঢুকে গেলাম এ বিষয়ে পড়াশোনা করতে করতে।’

তিনি বলেন, ‘পড়াশোনায় এতই মগ্ন থাকতাম, একটি বইয়ে কোম্পানির বাৎসরিক হিসাব করতে গিয়ে ভাবতাম, যদি আমিও একটা কোম্পানির মালিক হতাম। তাহলে খারাপ হতো না। কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়ে অনেক রকম স্ট্যাডি করতে গিয়ে ভাবতাম, আমিও তো পারি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে।’

তন্বী বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এত কিছু ভেবেও বাস্তব জীবনেই ফিরে আসতে হতো দিনশেষে। অনেকে তাদের স্বপ্ন নিয়ে কথা বলতে খুব ভালোবাসেন। আমি স্বপ্ন দেখতে নয়; স্বপ্নকে বাস্তব রূপে দেখতে বেশি ভালোবাসি। তাই মিথ্যা স্বপ্ন দেখতাম না কখনোই।’

২০১৫ সালে এইচএসসি পরীক্ষার পর পারিবারিকভাবেই তন্বীর ওপর চাপ আসে। পাবলিক ভার্সিটিতে চান্স পেতেই হবে। তখনকার স্মৃতি টেনে বলেন, ‘আমি কখনো ক্লাসে সেকেন্ড হইনি। আমি যদি পাবলিক ভার্সিটিতে চান্স না পাই, তবে মুখ দেখাবো কী করে? এটি আসলে সামাজিক ট্যাবু। ভালো চাকরির জন্য হলেও ভালো জায়গায় আমাকে পড়াশোনা করতেই হবে। পরিবার থেকে মাত্র ৩টি পাবলিক ভার্সিটিতেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে সুযোগও হয়ে যায়।’

পড়তে গিয়েই তার কাছে মনে হয়, আমি কেন অন্যের অধীনে চাকরি করব? কেন নিজে কিছু করতে পারব না? পরাধীনতা এ তরুণী একদমই পছন্দ করেন না। যেই ভাবা; সেই কাজ। ২০১৭ সালের জুলাই মাসে ১৯০০ টাকা ইনভেস্ট করে লুকিয়ে লুকিয়ে কিছু ভারতীয় পোশাক ও জুয়েলারি অনলাইনে বিক্রি করা শুরু করেন। তখন এত সাড়া পেলেন, প্রথম মাসেই লাভ ছিল ৩০,০০০ টাকা।অবাক হলেও সত্য, এর পেছনে তার অসম্ভব অধ্যবসায় ছিল। কারণ পড়াশোনাও করতে হচ্ছিল তখন।

পরিবার প্রসঙ্গে বলেন, ‘শুরুর দিকে মা ব্যবসা সম্পর্কে জানতেন। আমাকে তখন শতভাগ সাপোর্ট দিয়েছেন। আস্তে আস্তে বাবা বিষয়টি জানলেন। তখন ফ্যামিলি থেকে পুরো সাপোর্ট পেয়েছি। কোনোরকম বাধাগ্রস্ত হতে হয়নি। এখন তো বিয়েও হয়ে গেছে। একটি ছোট মেয়েও আছে আমার। আমার স্বামীও ব্যবসায় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যেহেতু আমাকে বেশিরভাগ সময় ব্যবসায় দিতে হয়, তাই সংসারের যাবতীয় ব্যাপারগুলো কোনো অভিযোগ ছাড়াই তিনি দেখেন।’

প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ‘ইমরোজ মানে আমার স্বপ্নের প্রতিষ্ঠানের বয়স প্রায় ৫ বছর। শুরু থেকে আজ পর্যন্ত ভোক্তারা আমাদের প্রতি সন্তুষ্ট। আমরা তাদের সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করে যাচ্ছি। অনলাইনের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন আমাদের একটি শোরুম আছে।’

সবশেষে তন্বী বলেন, ‘যেহেতু ব্যবসায়ী হিসেবেই এতদূর এসেছি এবং উদ্যোক্তা হিসেবেই সুপরিচিত। তাই ভবিষ্যতে আরও নতুন এবং বিস্তর ভাবে ভোক্তাদের উন্নতমানের সেবা দিতে চাই। যেন দেশের বাইরেও আমাদের সেবা পৌঁছে দিতে পারি।’

এসইউ/এমএস


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution