পরিমল বিশ্বাস:
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা, একটি ঢালাই কারখানা এবং প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাটের আওতাধীন পিরোজপুর মক্কা ফুট সংলগ্ন এবং পিরোজপুর ও জৈনপুর এলাকায় তিনটি পৃথক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চুনা কারখানা, ঢালাই কারখানা ও প্রায় ৫০০টি আবাসিক বার্নারের অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় এবং তিতাস গ্যাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত।
অভিযানকালে কোম্পানির বৈধ বাণিজ্যিক গ্রাহক মেসার্স অস্ট্রিজ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার (২৩৭-০১২৫), মোগরাপাড়া-এর অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কারখানাগুলোর মালিকদের উপস্থিত না পাওয়ায় ঘটনাস্থলেই কোনো জরিমানা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চুনা কারখানা দুটি ও ঢালাই কারখানাটির জমির মালিক/ভাট্টির মালিকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধ কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লেখ্য, অভিযানে মোট ২১,৭০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে, যার বাজারমূল্য দৈনিক প্রায় ২,০০,৬৭৭ টাকা।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে এবং যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।