আজকের বাংলা তারিখ

  • আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং
  • ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, রাত ২:২৯
রোজার আগেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম

রোজার আগেই বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান শুরু হতে আর দুই–তিন দিন বাকি। তবে এর মধ্যেই সোনারগাঁয়ের বাজারগুলোতে বেড়েছে লেবু, বেগুন ও শসার দাম। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। তবে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম এখনো বাড়েনি। আগের দামেই স্থিতিশীল রয়েছে এসব পণ্য।

 

আজ শুক্রবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর, মেঘনা শিল্পনগরী, বারদিসহ বিভিন্ন বাজারে ঘুরে ও খোঁজ খবর নিয়ে জানা গেছে, ‘রোজার পণ্যে’র দরদামের এমন চিত্র দেখা গেছে। ইফতারের সময় লেবুর শরবতের বেশ চাহিদা থাকে।

বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে লেবু বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এলাচি লেবুর হালি ছিল ২০ থেকে ৪০ টাকা। এখন ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সিলেটের শরবতি লেবুর দাম প্রতি হালি ১০০-১২০ টাকা। আর প্রতি হালি কাগজি লেবুর দাম ৭০-৮০ টাকা।

 

বিক্রেতারা বলছেন, রোজার কারণে হঠাৎ বাজারে লেবুর চাহিদা অনেক বেড়েছে; কিন্তু সে তুলনায় লেবুর সরবরাহ আসছে না।

বিশেষ করে এখন লেবুর সিজন না। শীতকালে লেবুর ফলন হয়। এই সময় লেবুর ফুল আসা শুরু করেছে। বাজারে শীতকালের মতো দাম কমতে দুই তিন মাস লাগবে। এ কারণে দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, সোনারগাঁয়ে মুলতত সিলেট, সাতক্ষীরা, চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে লেবু আসে। এছাড়া লেবুর পাশাপাশি মাল্টার দামও কেজিতে ১৫-২০ টাকা করে বেড়েছে।

আজ বিভিন্ন বাজারে এক কেজি মাল্টা ২৫০-২৮০ টাকায় বিক্রি হয়েছে। ইফতারের সময় খাওয়া হয় এমন অন্যান্য ফলের দামও কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

ইফতারের সময় বহুল ব্যবহৃত দুটি পণ্য—বেগুন ও শসার দামও কিছুটা বাড়তি।

আজ শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৪৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হাইব্রিড শসা ৫০-৬০ টাকা ও দেশি শসা ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  খিরাইও দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে ১০-২০ টাকা করে কম ছিল।

 

তবে বাজারে স্থিতিশীল রয়েছে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম। আগের বছরগুলোতে রোজার শুরুতে খেজুর, ছোলা প্রভৃতির দামে কিছুটা বাড়তি প্রবণতা দেখা যেত। তবে এবার ব্যতিক্রম। এর কারণ, এ বছর রমজানের আগে সরকার খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে; যার ফলে বেড়েছে আমদানি।

 

 ব্যবসায়ীরা জানান, গত এক মাসের মধ্যে মানভেদে খেজুরের দাম কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম কমেছে। যেমন বর্তমানে প্রতি কেজি জায়েদি খেজুর ২২০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ৩০০-৪৫০ টাকা ছিল। এ ছাড়া সাধারণ মানের মাবরুম খেজুর ১২০০-১৩০০ টাকা, আজওয়া ৭০০-৮০০ টাকা, মেডজুল ৯০০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ছোলার দামও আগের তুলনায় কমেছে। এক মাস আগে এক কেজি ছোলার দাম ছিল ১৩০ টাকা। আজ প্রতি কেজি ছোলা ১০৫ থেকে ১১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি পণ্যের দাম আগের মতোই রয়েছে। মানভেদে প্রতি কেজি চিড়া ৭০-৮০ টাকা, আখের গুড় ১৪০-১৮০ টাকা, খেজুর গুড় ২৫০-৩০০ টাকা ও মুড়ি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

পরিমল বিশ্বাস: সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা, একটি ঢালাই কারখানা এবং প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ...

Read more

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে...

Read more

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভা...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009