বন্দরে বায়তুল আমান জামে মসজিদ ও সরকারি সম্পত্তি দখলে,  চাঁন মিয়া‑প্রদীপ জুটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

বন্দরে বায়তুল আমান জামে মসজিদ ও সরকারি সম্পত্তি দখলে,  চাঁন মিয়া‑প্রদীপ জুটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২৫ বন্দরের নাসিক ২৩ নং ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ ও তার আশপাশের সরকারি সম্পত্তি নিয়ে চাঁন মিয়া ওরফে ‘টাওয়ার চাঁন’ এবং সাধারণ সম্পাদক প্রদীপের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও দখলবাজির অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী—

দীর্ঘদিনের ‘একক আধিপত্য’

  • ওয়াকফা না করা সত্ত্বেও সভাপতির পদ প্রায় দুই দশক ধরে নিজের দখলে রেখেছেন চাঁন মিয়া।
  • লাশঘর ভাড়া বাবদ প্রতি লাশে ৭০ হাজার টাকা وصول হলেও ৫০ হাজারই নেন সভাপতি; বাকি ২০ হাজার যায় তার ঘনিষ্ঠ কবিরের কাছে।
  • কবরস্থানসংলগ্ন সড়ক নির্মাণের নামে প্রতি ঘর থেকে ৫ হাজার টাকা আদায় করা হলেও প্রকৃতপক্ষে তা ব্যবহৃত হয় চাঁন মিয়ার ব্যক্তিগত প্লটের রাস্তা তৈরিতে।

সরকারি জমি ও দোকান ভাড়া

  • মদনগঞ্জ‑মদনপুর মহাসড়কের পাশে জাকির শাহ দরবার এলাকায় সরকারি পুকুর ও আশপাশের জমি জাল দলিল দেখিয়ে দখল করেন প্রদীপ।
  • সেখানে গড়ে তোলা ‘কাঠপট্টি’ বাজারের ৩০‑৪০টি দোকান থেকে মাসে দুই‑তিন লাখ টাকা ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ।
  • সহযোগী হিসেবে রয়েছেন স্থানীয় দুলাল প্রধান।

রাজনৈতিক আশ্রয়‑প্রশ্রয়

  • ৫ আগস্টের পর ‌‌‘বিএনপি নেতা’ সেলিম বাঙালীর ছত্রছায়ায় চাঁন মিয়া কৌশলে প্রভাব বৃদ্ধি করেন।
  • অতীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ থেকে বারবার দল বদল করে সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
  • এলাকাবাসীর দাবি— প্রশাসন ও দুদকের সুক্ষ্ম তদন্তে বেরিয়ে আসবে একটি বহুমুখী দখল‑দুর্নীতির চক্রের চিত্র।

স্থানীয়দের দাবি

  1. মসজিদের সম্পত্তি অবিলম্বে ওয়াকফা ঘোষণা ও নিরপেক্ষ কমিটি গঠন।
  2. সরকারি পুকুর‑জমি দখলের অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা ও দোষীদের গ্রেফতার।
  3. লাশঘর ও দোকানভাড়া‑সহ সব আয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, বন্দর থানা পুলিশের সাম্প্রতিক ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নানা অপরাধী ধরপাকড় হলেও চাঁন মিয়া‑প্রদীপ জুটি এখনো ধরা‑ছোঁয়ার বাইরে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না হলে এলাকায় সহিংসতা ও ধর্মীয় অশান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এক নজরে অভিযোগসূচি
• ২০ বছর ধরে মসজিদ কমিটিতে স্বৈরাচারী দখল
• লাশঘর ভাড়া নিয়ে কোটি টাকার দুর্নীতি
• সরকারি পুকুর‑জমিতে অবৈধ ‘কাঠপট্টি’ বাজার
• রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব‑ব্যবসা ও দখল
• ওয়াকফা না হওয়ায় মসজিদের আইনি নিরাপত্তাহীনতা

সচেতন মহল মনে করছে, মসজিদের মতো পবিত্র স্থানের স্বার্থরক্ষায় এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে দখল‑দুর্নীতি বন্ধ হবে না, বরং এলাকাবাসীর আস্থা ও ধর্মীয় শান্তি আরও হুমকির মুখে পড়বে।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

বন্দর থানা পুলিশের অভিযানে আলিফা আক্তার রোযামনি হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর স্কুলছাত্রী আলিফা আক্তার রোযামনি (১৩) হত্যাকাণ্ডের মূল আসামি...

Read more

বন্দর শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন

নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। উদ্বোধনের তিন বছরের মাথায় সেতুর সংযোগ সড়কের এই অবস্থা দেখে ক্ষুব্ধ...

Read more

বন্দরে মেয়ে ও জামাতার মারধরে বৃদ্ধের মৃত্যৃ

বন্দরে  পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও জামাতার মারধরে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন(৬৫)। মঙ্গলবার...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009