নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. সোহেল মিয়া হত্যাকাণ্ডের চারদিন পর রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় হত্যায় সরাসরি জড়িত দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. আব্দুর রহিম মিয়া (৫৫) ও মো. আবুল কাশেম (৪০)। তাদের দেওয়া তথ্যে রূপগঞ্জ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, অর্থের প্রয়োজনে পরিকল্পিতভাবে সোহেলকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়। আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।



