নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মিরেরটেক বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইঁয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা কামরুজ্জামান, সোহেল, আবু সালেক রানা, গাজী, আরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও সাহসী নেতা। গণতন্ত্র ও দেশের স্বার্থে তার অবদান জাতি আজীবন স্মরণ করবে। তারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব হন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



