নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দীরপুর এলাকায় একটি অবৈধ চামড়া কারখানার দূষিত গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। চামড়া পচানোর ফলে সৃষ্ট তীব্র দুর্গন্ধে এলাকার বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে চলমান এই কারখানাটি পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। কারখানার মালিক ইসমাইল হোসেন এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায়, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
প্রতিদিন অসুস্থ হচ্ছে শিশুরা
এলাকাবাসী জানায়, চামড়া প্রক্রিয়াকরণের ফলে সৃষ্ট পঁচা গন্ধে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভুক্তভোগী। অনেকেই শ্বাসকষ্ট ও বমি বমি ভাবের মতো সমস্যায় পড়ছেন।
কারখানা মালিকের মন্তব্য
এ বিষয়ে কারখানার মালিক ইসমাইল হোসেন বলেন, “আমি প্রতিষ্ঠানটি নতুন চালু করেছি, এখনো ট্রেড লাইসেন্স করিনি। কিছুদিন পর গন্ধ কমে যাবে।”
প্রশাসনের নীরব ভূমিকা
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জনস্বাস্থ্য হুমকির মুখে পড়লেও কেন প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না? তারা দ্রুত এ সমস্যার সমাধান চান এবং কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।