নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক, অতিরিক্ত উপপরিচালক মুহাম্মদ জহিরুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। এছাড়া, অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসানসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে ট্রান্সপ্লান্টার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষকদের শ্রম ও সময় বাঁচাতে সহায়ক হবে। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা জমিতে চারা রোপণ করা সম্ভব। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, চারা রোপণ ও ধান কাটার সুবিধা দেওয়া হচ্ছে।
এ সময় আরও জানানো হয়, সোনারগাঁ উপজেলায় ৩৫ হাজার ৫০০ কৃষক পরিবার রয়েছে, যাদের জন্য সরকারিভাবে বিভিন্ন কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।