নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা শাওয়াল) সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সোনারগাঁ কেন্দ্রীয় ঈদগাহ (মডেল মসজিদ) ময়দানে, যেখানে হাজারো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়, এর মধ্যে ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ ময়দানর দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায় মাওলানা কামাল হোসেন এবং দ্বিতীয় জামাত ৯টায় মাওলানা মহিউদ্দিন খাঁন এর ইমামতিতে অনুষ্ঠিত হয়। এছাড়া বাড়ি মজলিশ হাফেজিয়া মাদ্রাসা, পিরোজপুর ঝাউচর ঈদগাহ, প্রতাপের চর ঈদগাহে বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মসজিদ ও ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষ আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করছে।