নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঈদের পরদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার প্রায় ১২ হাজার দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে জাদুঘর পরিদর্শনে এসেছেন।
বাংলাদেশের একমাত্র কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘর। এটি প্রথমে পানাম নগরীতে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে বড় সর্দার বাড়িতে স্থানান্তর করা হয়। কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিনের উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়, যা দেশব্যাপী কারুশিল্প ও লোকশিল্পপ্রেমীদের আকৃষ্ট করে।
প্রতিবছর ঈদের সরকারি ছুটি বাদ দিয়ে ঈদের দিন ও পরদিন দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত রাখা হয়। ঈদের টানা ছুটির পরপরই ভ্রমণপিপাসুদের ভিড় জমে এখানে। তবে এবারের দর্শনার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থী জাহেদুল ইসলাম বলেন, “পরিবার-পরিজন নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের স্বাদ নিতে এখানে এসেছি। এত সুন্দর পরিবেশ ও কারুশিল্পের সমাহার সত্যিই অভূতপূর্ব।”
এ বিষয়ে সোনারগাঁও কারুশিল্প ফাউন্ডেশনের লেকচারার মোয়াজ্জেম মাসুদ জানান, “আমরা প্রত্যেক বছর ঈদের ছুটিতে দর্শনার্থীদের স্বাগত জানাই। এবার দর্শনার্থীর সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবার জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
দর্শনার্থীদের এ বিপুল আগমনে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আরও বেশি সমৃদ্ধ ও জনপ্রিয় হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।