নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় স্বজনরা প্রথমে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কবির মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তার ভাই আবুল কালাম জানান, “বিকেলে বাড়ির পাশেই গরুর খাবারের জন্য ঘাস কাটছিল আমার ভাই। এ সময় ডান পায়ে সাপ কামড় দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি।”
স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন বলেন, “বিকেলে কবির সাপে কামড়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাত ১০টা ৩০ মিনিটে তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।”
জানাগেছে, মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টায় জানাজা শেষে কবিরের দাফন স্থানীয় কবরস্থানে সম্পন্ন হবে।



