নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে ইসলামী খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোটের এই সিদ্ধান্তের ফলে একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভুইয়া তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার ২০ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১০ দলীয় জোটের নির্দেশনা অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
১০ দলীয় জোটের নেতারা বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত ও সমঝোতার অংশ হিসেবেই ইসলামী খেলাফত মজলিসের প্রার্থীকে নারায়ণগঞ্জ-৩ আসনে চূড়ান্ত করা হয়েছে। জোটের ঐক্য অটুট রাখতেই জামায়াতে ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে তারা জানান।



