নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে না পারায় দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়া।
বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন নিউজ সোনারগাঁকে।
জানা গেছে, জামায়াতে ইসলাম যখন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নারায়ণগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী হিসেবে ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়াকে ঘোষণা করা হয়। এরপর থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে গণসংযোগ, সভা ও সমাবেশ চালিয়ে আসছিলেন।
পরবর্তীতে জামায়াতে ইসলাম এনসিপি, ইসলামী খেলাফতসহ কয়েকটি দলের সঙ্গে জোটবদ্ধ হলে এই আসনটি ইসলামী আন্দোলনকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ইসলামী আন্দোলন জোট থেকে সরে দাঁড়ালে আসনটি ইসলামী খেলাফত মজলিসকে দেওয়া হয় এবং তাদের প্রার্থী হিসেবে মাওলানা শাহজাহান শিবলীর নাম ঘোষণা করা হয়।
দলের সিদ্ধান্ত অনুযায়ী ইকবাল হোসেন ভুঁইয়া মনোনয়ন প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন নিয়ে গেলে তাকে জানানো হয়, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এখন আর মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই।
এ বিষয়ে ড. মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসেন ভুঁইয়া বলেন,ন“দলের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। আমি সময়ের মধ্যেই মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা করেছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে দেরি হওয়ায় আইনগতভাবে তা আর সম্ভব হয়নি। এখানে আমার কোনো ব্যক্তিগত অনিচ্ছা ছিল না। আমি প্রায় আধা ঘন্টা বসে তাদের অনুরোধ করি আমার মনোনয়ন পত্রটি প্রত্যাহারের জন্য কিন্তু তা গ্রহন করেননি। বিষয়টি সম্পূর্ণ সময়সংক্রান্ত জটিলতার কারণে হয়েছে।”



