নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গরু নামানোর দৃশ্য ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী। সোমবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালী পশুর হাটে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, আজমীর ওসমানের অনুসারী অন্তত ২০০ থেকে ২৫০ জন ক্যাডার হাটে এসে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরো’র প্রতিনিধি আকরাম হোসেন এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ সুমন। আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর জিহাদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার এবং মৃত সোবহান শিকদারের ছেলে মানিকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
আহত সাংবাদিকরা জানান, নদীপথে ট্রলারে করে গরু এনে জোরপূর্বক হাটে নামানোর খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহ করতে গেলে ইজারাদারপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা দুই সাংবাদিককে বেঁধে মারধর করে এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে। হামলার সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা, দুটি টিভি চ্যানেলের মাইক্রোফোন ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।



