নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে ডন বজলু নামে পরিচিত বজলুর রহমানসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নির্বাচনের আগে অস্ত্র মজুদের আলোচনা সংক্রান্ত ভিডিওটি ছড়িয়ে পড়লে ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে চিটাগাংরোড এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন সাইদুল, আব্দুল জব্বার ও ইউনুস বাঁধন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।



