নিউজ সোনারগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আবু মোর্শেদ মোল্লার নেতৃত্বে র্যালিটি জামপুর ইউনিয়নের কােবাগা থেকে শুরু হয়ে এশিয়ান সড়ক প্রদক্ষিণ শেষে বস্তল স্টানে গিয়ে শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিপথ মুখরিত হয়ে উঠে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আবু মোর্শেদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল ভূঁইয়া, স্বপন ভূঁইয়া, তোবারক ভূঁইয়া, লিটন বেপারী, সামসুল ভূঁইয়া, শাহিন ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা, সাইফুল ভূঁইয়া, হাসিম, রাসেদ, জাকির হোসেন, মনির ভূঁইয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফজাল ভূঁইয়া, সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি দেওয়ান সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আলম শিমুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলামিন, ছাত্রদল নেতা কাউসার, মাসুদ, হিমেল ও শরিফ প্রমুখ।
র্যালি শেষে বস্তল সড়কের পাশে শতাধিক কৃষ্ণচূড়া, শিমুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
এ সময় আবু মোর্শেদ মোল্লা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার আদর্শ বুকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। রাজপথে আমরা ছিলাম, আছি এবং থাকবো।”
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করারও আহ্বান জানান।



