নিউজ সোনারগাঁ : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মোগরাপাড়া কলাপাতার সামনে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সোনারগাঁও পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। বিকাল ৪টার মধ্যে সমাবেশস্থল নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে।
এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ অন্যান্য নেতারা মঞ্চ থেকে হাততালি দিয়ে আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।



