নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কয়েকটি এলাকায় রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নতুন টিপরদী, তাজপুর, আদমপুর, পানাম সিটি, মানকেভিটা, গোয়ালদী, দরপত, অর্জুন্দী, ফতেকান্দি, দুলালপুর, রাইজদিয়া, নোয়াইল, খাগুটিয়া ও পাঠালপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানায়, কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তারা সকলের সহযোগিতা ও সহনশীলতা কামনা করেছেন।



