নিউজ সোনারগাঁ : জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন,
“সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মা-বোনদের সবচেয়ে বড় দাবিটা হলো বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগ — ইনশাআল্লাহ, সংসদে প্রথম এই বিষয়টাই আমি তুলবো।”
বুধবার (২২ অক্টোবর) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ও আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ড. ইকবাল বলেন,
“এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়—এটি হবে পরিবর্তনের নির্বাচন। কেউ যেন মনে না করেন শুধু দলের মনোনয়ন পেলেই এমপি হয়ে যাবেন। স্বৈরাচারী কায়দায় ভোটকেন্দ্র দখলের সুযোগ আর দেওয়া হবে না। এবারের নির্বাচনে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয় অর্জন করতেই হবে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের মানুষ এবার ঠিক করবে—কোন প্রতীকে ভোট দিলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও বেকারত্বের অবসান হবে। সেই প্রতীক হলো দাঁড়িপাল্লা। সব দলকে দেখেছে জনগণ, এবার সময় এসেছে জামায়াতে ইসলামীর বাংলাদেশ গড়ার।”
গণসংযোগকালে আছর, মাগরিব ও এশার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন তিনি।
ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে ড. ইকবাল বলেন,
“আমরা এমন একটি সোনালী সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটবে। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণ আজ পরিবর্তন, সুশাসন ও শান্তি চায়—ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে উল্লেখ করে তিনি বলেন,
“নারীর ক্ষমতায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের জন্য।”
তিনি আরও বলেন,
“আমাদের কোনো কৃতিত্ব নয়, আল্লাহর অশেষ রহমতে আমরা মুসলমান হয়েছি—তাই আল্লাহর শুকরিয়া আদায় করি। কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ‘হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর যেমন ভয় করার অধিকার, এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না।’ অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে—ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়—ইসলাম অনুসরণ করলেই প্রকৃত মুসলমান হওয়া সম্ভব।”
তিনি আহ্বান জানিয়ে বলেন,
“ভোট দেওয়ার আগে বিবেক দিয়ে ভাবুন—কাকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন। এবারের নির্বাচনে যদি কেউ দশজনের ভোট একজনে দেওয়ার স্বপ্ন দেখে, আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। জনগণের ভোটে এবার পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ।”
গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ নজরুল ইসলাম মানিক, সেক্রেটারি আজিজুল ইসলাম নিলয়, সহসভাপতি হাফেজ শহীদুল্লাহ প্রমুখ।



