নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী মো. কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, ২২ অক্টোবর রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে দড়িকান্দি এলাকায় কামাল হোসেনের দোকানে হামলা চালানো হয়। পরে ২৪ অক্টোবর রাতে আবারও ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে দোকানে হামলা চালিয়ে কামাল হোসেনকে মারধর ও হত্যার চেষ্টা করে।
জামায়াত নেতারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।



