নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



