নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঈশা খাঁ মোবাইল মার্কেটের নিরাপত্তা কর্মী ইয়াদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন মার্কেটের মালিক ও দোকানদাররা।
গত শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে ইয়াদ আলী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়ান মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা। তাদের সম্মিলিত উদ্যোগে মঙ্গলবার (গতকাল) দুপুরে মার্কেট মালিক আমির আলী মুন্সি ও শাহীন মিয়া এবং দোকানদার শহীদ মিয়া মৃত ইয়াদ আলীর পিরোজপুর ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামে তার বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে মার্কেট মালিক শাহীন মিয়া বলেন,
“যারা আমাদের মার্কেটের নিরাপত্তার দায়িত্ব পালন করেন, তারা সাধারণত আর্থিকভাবে খুবই অসচ্ছল। পেটের দায়ে তারা দিন-রাত পরিশ্রম করেন। কিন্তু এমন কেউ মারা গেলে তাদের পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যায়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে সকলের সহায়তায় ইয়াদ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছি।”
মার্কেট সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এমন দুর্ঘটনায় কর্মীদের পরিবারের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবেন তারা।



