নিজস্ব প্রতিবেদক :
হরিপুর ভাল্ড স্টেশন মডিফিকেশন ও এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় দুই দফায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৯ অক্টোবর বুধবার রাত ১০টা থেকে ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এবং ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৩১ অক্টোবর শুক্রবার রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রথম দফায় ২৯ অক্টোবর রাত থেকে ৩০ অক্টোবর সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে —
ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২০১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার এবং শীতলক্ষ্যার পশ্চিমপাড়ের পুরো নারায়ণগঞ্জ, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, শ্যামপুর (বিসিক) এলাকা ও তৎসংলগ্ন অঞ্চলে।
দ্বিতীয় দফায় ৩০ অক্টোবর সকাল থেকে ৩১ অক্টোবর রাত পর্যন্ত বন্ধ থাকবে —
সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার ও শ্যামপুর বিসিক এলাকা এবং আশপাশের অঞ্চলে। এ সময়ে নারায়ণগঞ্জ, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর ও মুন্সীগঞ্জে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং গ্যাসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে রান্না শেষ হলে চুলা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া গ্যাসের চুলা জ্বালানোর অন্তত ২০ মিনিট আগে রান্নাঘরের দরজা–জানালা খুলে দিতে বলা হয়েছে।
কল সেন্টার: ১৬৪৯৬
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
(পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান)



